একই দিনে নির্বাচন ও গণভোটে চ্যালেঞ্জের মুখে ইসি
- সর্বশেষ আপডেট ০৫:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 72
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি জানিয়েছেন, এমন পরিস্থিতি পূর্ববর্তী কোনো কমিশনের মুখোমুখি হয়নি।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। সিইসি জানান, অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। সামনের সপ্তাহে গণভোটের আইন প্রণয়ন হবে এবং আইন পাশ হওয়ার পরই কমিশন প্রস্তুতি শুরু করবে।
সিইসি বলেন, “আগের কমিশনদের এত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি, যা বর্তমান কমিশনের সামনে রয়েছে। সব কিছু আইন মেনে সম্পন্ন করতে হবে, আমাদের বিকল্প নেই।”
তিনি আরও উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা বড় এবং এ কারণে কমিশনের জন্য দায়িত্ব পালন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে প্রধান লক্ষ্য হচ্ছে স্বচ্ছ, ফ্রি এবং ফেয়ার নির্বাচন আয়োজন করা। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন শেষ হলে সকল পরিস্থিতি শান্ত হবে এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।































