মাইলস্টোন ট্র্যাজেডি
একই দিনে কবরে ভাই-বোন, মায়ের অশ্রু থামল না
- সর্বশেষ আপডেট ০৯:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 349
মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির তৃতীয় দিনে ভাই-বোনের একই দিনে মৃত্যুর করুণ বৃত্তান্ত নিয়ে ভোলায় শোকের ছায়া নেমে এসেছে। ঢাকায় বিমান দুর্ঘটনায় আগুনে দগ্ধ হয়ে মারা যান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহিয়া তাবাসসুম নাদিয়া। মাত্র একদিন পরই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার ছোট ভাই আরিয়ান আশরাফ নাফিও জীবনের সঙ্গে লড়ে হেরে যান।
তারা ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের আশরাফুল ইসলাম নিরব ও তাহমিনা বেগমের একমাত্র সন্তান। দুই সন্তানকে হারিয়ে বাবা-মা এখন পাগলপ্রায়। ছোটখাটো খুনশুটি থাকলেও তাদের মধ্যে ছিল গভীর স্নেহ ও বন্ধুত্ব। মা প্রায়ই তাদের ঝগড়া থামাতেন, কিন্তু এবার আর থামাতে হবে না, কারণ তারা চিরতরে একসঙ্গে কবরে শায়িত।
ভাই-বোনের জানাজা একই স্থানে, একই দিনে তুরাগ থানার পুকুরপাড় রাজবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদের পাশের কবরস্থানে অনুষ্ঠিত হয়। তাদের স্বজনরা জানান, পরপারে যেন তারা ভালো থাকেন।
ভোলায় বুধবার বাংলাবাজার ফলাতেম খানম কলেজে শোক ও দোয়া অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা নিহত দু’জীবনের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন। কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদসহ শিক্ষকেরা তাদের স্মৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
নিহত ভাই-বোনের গ্রামের বাড়িতে শোকাহত পরিবারের আহাজারি ছিল চোখে পড়ার মতো। একমাত্র ছেলেমেয়েকে ভালো শিক্ষার আশায় ঢাকায় পাঠানো পরিবারের স্বপ্ন ভেঙে গেছে। আশরাফুল ইসলাম নিরব ঢাকা শহরে টায়ার সাপ্লাই ব্যবসা করতেন এবং সন্তানদের মাইলস্টোন স্কুলে ভর্তি করিয়েছিলেন।
দুর্ঘটনার এই করুণ পরিণতি পুরো এলাকার মানুষের হৃদয় আঘাত করেছে। শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী দোয়া কামনা করছেন যেন তারা ধৈর্য্য ধরে এই দূর্যোগ মোকাবেলা করতে পারেন।





































