ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ক্যারিবীয়দের

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 111

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ক্যারিবীয়দের

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি তুলে নেয় তারা।

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানেই থামে বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৬১ রান করেন তানজিদ হাসান তামিম। লিটন দাসের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৩ রান। এছাড়া তাওহিদ হৃদয় ১২ এবং জাকের আলী ১৭ রান যোগ করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ১ রানে প্রথম উইকেট হারায় দলটি। তাসকিন আহমেদের বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দেন ব্রেন্ডন কিং (১)। এরপর অলিক আথানাজে ও শাই হোপ দলের হাল ধরেন। দুজন মিলে ৫৯ বলে ১০৫ রানের জুটি গড়ে বিপর্যয় কাটিয়ে তোলেন।

নাসুম আহমেদের বলে স্লগ সুইপ করতে গিয়ে ৩৩ বলে ৫২ রান করে আউট হন আথানাজে। একই ওভারে নাসুম শূন্য রানে ফিরিয়ে দেন শেরফান রাদারফোর্ডকে। পরে মুস্তাফিজুর রহমান থামান ফর্মে থাকা হোপকে, যিনি ৩৬ বলে ৫৫ রান করেন। শেষ দিকে রোমারিও শেফার্ড (১৬ বলে ১৩) ও রস্টন চেজ (১৫ বলে অপরাজিত ১৭) দলের সংগ্রহ দাঁড় করান ১৪৯ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ২১ রান খরচে ৩ উইকেট নেন। রিশাদ হোসেন ও নাসুম আহমেদ পান দুটি করে উইকেট।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ। এখন চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি, যেখানে বাংলাদেশ লড়বে মান বাঁচানোর জন্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ক্যারিবীয়দের

সর্বশেষ আপডেট ১০:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি তুলে নেয় তারা।

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানেই থামে বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৬১ রান করেন তানজিদ হাসান তামিম। লিটন দাসের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৩ রান। এছাড়া তাওহিদ হৃদয় ১২ এবং জাকের আলী ১৭ রান যোগ করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ১ রানে প্রথম উইকেট হারায় দলটি। তাসকিন আহমেদের বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দেন ব্রেন্ডন কিং (১)। এরপর অলিক আথানাজে ও শাই হোপ দলের হাল ধরেন। দুজন মিলে ৫৯ বলে ১০৫ রানের জুটি গড়ে বিপর্যয় কাটিয়ে তোলেন।

নাসুম আহমেদের বলে স্লগ সুইপ করতে গিয়ে ৩৩ বলে ৫২ রান করে আউট হন আথানাজে। একই ওভারে নাসুম শূন্য রানে ফিরিয়ে দেন শেরফান রাদারফোর্ডকে। পরে মুস্তাফিজুর রহমান থামান ফর্মে থাকা হোপকে, যিনি ৩৬ বলে ৫৫ রান করেন। শেষ দিকে রোমারিও শেফার্ড (১৬ বলে ১৩) ও রস্টন চেজ (১৫ বলে অপরাজিত ১৭) দলের সংগ্রহ দাঁড় করান ১৪৯ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ২১ রান খরচে ৩ উইকেট নেন। রিশাদ হোসেন ও নাসুম আহমেদ পান দুটি করে উইকেট।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ। এখন চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি, যেখানে বাংলাদেশ লড়বে মান বাঁচানোর জন্য।