ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাত ৩টায় স্থগিত এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 177

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ।

এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে পরীক্ষার স্থগিতের ঘোষণা নিশ্চিত করেন।

তিনি লেখেন, “আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই স্কুলের কোমলমতি শিক্ষার্থী। এছাড়া নিহতদের তালিকায় রয়েছেন বিমানের পাইলট ও একজন নারী শিক্ষক।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে আজকের পরীক্ষাগুলো স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন তারিখ ঘোষণা পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাত ৩টায় স্থগিত এইচএসসি পরীক্ষা

সর্বশেষ আপডেট ১১:৪০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ।

এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে পরীক্ষার স্থগিতের ঘোষণা নিশ্চিত করেন।

তিনি লেখেন, “আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই স্কুলের কোমলমতি শিক্ষার্থী। এছাড়া নিহতদের তালিকায় রয়েছেন বিমানের পাইলট ও একজন নারী শিক্ষক।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে আজকের পরীক্ষাগুলো স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন তারিখ ঘোষণা পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।