ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছরে মশার কামড়ে ২৫৩ মৃত্যু

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৬:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 133

প্রতীকী ছবি

প্রায় প্রতি বছরই বর্ষার আগমনে এডিস মশার উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু অন্যান্য বছর মশার এ উপস্থিতি সহনীয় পর্যায়ে থাকলেও এবার এটি ছড়িয়ে পড়েছে মহামারী আকারে। উৎপাত উপদ্রব বেড়ে গেছে শহর নগর গ্রাম- সবখানে। পুরো দেশজুড়ে অন্যরকম এক আতঙ্কের নাম এখন এডিস মশা। চলতি বছরে এ মশার কামড়ে ২৫৩ জনের প্রাণহানি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১৪ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বলছে ৬১ হাজার ৬০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৭ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৪০ জন, রংপুরে ৪১ জন এবং সিলেট বিভাগে পাঁচজন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে গত একদিনে সারাদেশে ৮১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৫২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬১ হাজার ৬০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৩ জনের।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এডিস মশার কামড় থেকে বাঁচার উপায়-
এডিস মশার কামড় থেকে বাঁচার জন্য পানি জমতে দেয়া যাবে না কোথাও। ঘরের বাথরুমের বালতি, ফুলের টব বা অন্য কোথাও পানি জমে থাকতে দেয়া যাবে না। মশা যেহেতু অনুমতি নিয়ে ঘরে ঢোকে না, তাই বাইরের মশাও প্রবেশ করতে পারে অনায়াসে। এজন্য রাস্তাঘাটে কিংবা অন্য কোথাও ডাবের খোসা বা অন্য কোনো কিছুতে এরকম স্বচ্ছ পানি জমে থাকতে দেখলে তা ফেলে দেয়ার ব্যবস্থা করা উচিত আমাদের নিজ দায়িত্বে। মশার কামড় থেকে বাঁচতে মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস করা প্রয়োজন। কারণ, রাতে এডিস মশা না কামড়ালেও ভোর থেকে কামড়ানো শুরু করে এরা।

প্রাকৃতিক মসকুইটো রিপিলেন্ট হিসেবে নিম তেল, ইউক্যালিপটাস তেল, লেমন গ্রাসের তেল অথবা খাঁটি নারিকেল তেল ব্যবহার করা যেতে পারে। এগুলোর গন্ধে প্রায় ২/৩ ঘণ্টা পর্যন্ত মশা শরীরে বসে না। এর বাইরে বিশেষ কিছু গাছ রয়েছে যেগুলো ঘরের ভেতরে রাখলেও সাধারণত মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। লেমন গ্রাস, পুদিনা, বেসিল, ল্যাভেন্ডার, রসুন গাছ, রোজমেরি এবং গাঁদা ফুল গাছ সেগুলোর মধ্যে অন্যতম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চলতি বছরে মশার কামড়ে ২৫৩ মৃত্যু

সর্বশেষ আপডেট ০৬:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

প্রায় প্রতি বছরই বর্ষার আগমনে এডিস মশার উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু অন্যান্য বছর মশার এ উপস্থিতি সহনীয় পর্যায়ে থাকলেও এবার এটি ছড়িয়ে পড়েছে মহামারী আকারে। উৎপাত উপদ্রব বেড়ে গেছে শহর নগর গ্রাম- সবখানে। পুরো দেশজুড়ে অন্যরকম এক আতঙ্কের নাম এখন এডিস মশা। চলতি বছরে এ মশার কামড়ে ২৫৩ জনের প্রাণহানি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১৪ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বলছে ৬১ হাজার ৬০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৭ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৪০ জন, রংপুরে ৪১ জন এবং সিলেট বিভাগে পাঁচজন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে গত একদিনে সারাদেশে ৮১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৫২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬১ হাজার ৬০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৩ জনের।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এডিস মশার কামড় থেকে বাঁচার উপায়-
এডিস মশার কামড় থেকে বাঁচার জন্য পানি জমতে দেয়া যাবে না কোথাও। ঘরের বাথরুমের বালতি, ফুলের টব বা অন্য কোথাও পানি জমে থাকতে দেয়া যাবে না। মশা যেহেতু অনুমতি নিয়ে ঘরে ঢোকে না, তাই বাইরের মশাও প্রবেশ করতে পারে অনায়াসে। এজন্য রাস্তাঘাটে কিংবা অন্য কোথাও ডাবের খোসা বা অন্য কোনো কিছুতে এরকম স্বচ্ছ পানি জমে থাকতে দেখলে তা ফেলে দেয়ার ব্যবস্থা করা উচিত আমাদের নিজ দায়িত্বে। মশার কামড় থেকে বাঁচতে মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস করা প্রয়োজন। কারণ, রাতে এডিস মশা না কামড়ালেও ভোর থেকে কামড়ানো শুরু করে এরা।

প্রাকৃতিক মসকুইটো রিপিলেন্ট হিসেবে নিম তেল, ইউক্যালিপটাস তেল, লেমন গ্রাসের তেল অথবা খাঁটি নারিকেল তেল ব্যবহার করা যেতে পারে। এগুলোর গন্ধে প্রায় ২/৩ ঘণ্টা পর্যন্ত মশা শরীরে বসে না। এর বাইরে বিশেষ কিছু গাছ রয়েছে যেগুলো ঘরের ভেতরে রাখলেও সাধারণত মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। লেমন গ্রাস, পুদিনা, বেসিল, ল্যাভেন্ডার, রসুন গাছ, রোজমেরি এবং গাঁদা ফুল গাছ সেগুলোর মধ্যে অন্যতম।