উল্টো এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ
- সর্বশেষ আপডেট ০৩:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 42
বাংলাদেশের টি২০ দল এখন সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জের মুখে। উইন্ডিজ সিরিজে অধিনায়ক লিটন দাস প্রতিপক্ষের কাছ থেকে ‘প্রেশার’ চেয়েছিলেন, কিন্তু সেই প্রেশারে দলের পারফরম্যান্স হতাশাজনক হয়েছিল। চট্টগ্রামে তিন ম্যাচের সবকটিতে হেরেছে বাংলাদেশ। ১৮০ রানের আশপাশে থাকা ইনিংস তাড়া করতে ব্যর্থ হয়েছেন সাইফ-তানজিদরা।
এবার আয়ারল্যান্ড সিরিজে লিটন দাস আগে সংবাদ সম্মেলনে ‘ভালো খেলার’ চ্যালেঞ্জ চেয়েছিলেন, কিন্তু প্রথম ম্যাচেই সেই চ্যালেঞ্জে ব্যর্থ হয়েছে দল। ১৮২ রানের পিছু নিতে গিয়ে মাত্র ১৮ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে টি২০ বিশ্বকাপ সামনে রেখে দলের কম্বিনেশন ও শক্তিমত্তার জায়গাগুলো পরীক্ষা করার পরিকল্পনা ছিল, তবে ঘরের মাঠে ৩৯ রানে হেরে তারা ধাক্কা খেয়েছে।
টানা চার-চারটি সিরিজ জয়ের পর দলের আত্মবিশ্বাস এখন তলানিতে। তবে অধিনায়ক লিটন আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আমি এখনও দলের ওপর বিশ্বাস রাখি। নিজেদের সেরা খেলাটা খেললে আমরা জয়ী হতে পারব।”
ব্যাটিংতে টপ ও মিডল অর্ডারের পারফরম্যান্স হতাশাজনক। তবে তাওহীদ হৃদয় প্রথম ম্যাচে ৫০ বলে ৮৩ রানে অপরাজিত থেকে ব্যক্তিগত আত্মবিশ্বাস বাড়িয়েছেন। এই ইনিংস দলের বাকিদেরকেও উদ্বুদ্ধ করতে পারে।
দলের টেকনিক্যাল দুর্বলতা এখনও দৃশ্যমান। জাকের আলী লেগ সাইডে ব্যাট চালানো থেকে মুক্ত হননি। আজকের একাদশে মাহিমুল ইসলাম অঙ্কনের অভিষেক হতে পারে। লিটন চেয়েছিলেন মাঝে একজন বাঁহাতি ব্যাটসম্যান থাকুক, কিন্তু নির্বাচক লিপু শামীম হোসেনের বদলে অঙ্কনকে স্কোয়াডে নিয়েছেন।
বোলিংয়েও পরিবর্তন সম্ভাব্য। মুস্তাফিজ ছাড়া কেউও ওভারপ্রতি ছয়ের নিচে রান রাখতে পারেননি। শরিফুল তানজিম প্রত্যাশা পূরণ করতে পারেননি, স্পিনার নাসুম প্রথম ম্যাচে উইকেটহীন থেকে ৯-এর বেশি রান দিয়েছেন। সিরিজে টিকে থাকার লড়াইয়ে মেহেদী হাসানের সঙ্গে দেখা যেতে পারে অলরাউন্ডার সাইফুদ্দিনকে।



































