ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উলফার ঘাঁটিতে ভারতীয় সেনার ড্রোন হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 214

উলফার ঘাঁটিতে ভারতীয় সেনার ড্রোন হামলায় নিহত ১৯

মিয়ানমারের পূর্বাঞ্চলে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এর চারটি ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। রোববার ভোরে চালানো এই হামলায় তাদের ১৯ জন সদস্য নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছে উলফা।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভির বরাত দিয়ে জানা যায়, শতাধিক ড্রোন ব্যবহার করে পরিচালিত এই অভিযানে উলফার একাধিক স্থাপনা ধ্বংস হয়। নিহতদের মধ্যে সংগঠনটির সামরিক শাখার শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম ওরফে নয়ন মেধি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

উলফা তাদের বিবৃতিতে দাবি করে, “ভারতীয় সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করে এই হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল আমাদের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর।” একইসঙ্গে মণিপুরের বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রাজনৈতিক শাখা রেভল্যুশনারি পিপলস ফ্রন্টের (আরপিএফ) কয়েকজন সদস্যও হামলায় হতাহত হয়েছেন বলে তারা জানায়।

তবে ভারতীয় সেনাবাহিনী এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত সংবাদমাধ্যম আইএএনএসকে জানান, “এ ধরনের কোনো অভিযান পরিচালনার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”

উল্লেখ্য, উলফা-আই সংগঠনটি ভারতের আসাম রাজ্যে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম পরিচালনা করে আসছে এবং মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় তাদের ঘাঁটি রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার সত্যতা নিয়ে দুই পক্ষের বক্তব্যে বড় ধরনের বৈপরীত্য দেখা গেছে। তবে এটি সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন উত্তেজনার ইঙ্গিত দিতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উলফার ঘাঁটিতে ভারতীয় সেনার ড্রোন হামলায় নিহত ১৯

সর্বশেষ আপডেট ০৭:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

মিয়ানমারের পূর্বাঞ্চলে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এর চারটি ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। রোববার ভোরে চালানো এই হামলায় তাদের ১৯ জন সদস্য নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছে উলফা।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভির বরাত দিয়ে জানা যায়, শতাধিক ড্রোন ব্যবহার করে পরিচালিত এই অভিযানে উলফার একাধিক স্থাপনা ধ্বংস হয়। নিহতদের মধ্যে সংগঠনটির সামরিক শাখার শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম ওরফে নয়ন মেধি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

উলফা তাদের বিবৃতিতে দাবি করে, “ভারতীয় সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করে এই হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল আমাদের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর।” একইসঙ্গে মণিপুরের বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রাজনৈতিক শাখা রেভল্যুশনারি পিপলস ফ্রন্টের (আরপিএফ) কয়েকজন সদস্যও হামলায় হতাহত হয়েছেন বলে তারা জানায়।

তবে ভারতীয় সেনাবাহিনী এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত সংবাদমাধ্যম আইএএনএসকে জানান, “এ ধরনের কোনো অভিযান পরিচালনার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”

উল্লেখ্য, উলফা-আই সংগঠনটি ভারতের আসাম রাজ্যে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম পরিচালনা করে আসছে এবং মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় তাদের ঘাঁটি রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার সত্যতা নিয়ে দুই পক্ষের বক্তব্যে বড় ধরনের বৈপরীত্য দেখা গেছে। তবে এটি সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন উত্তেজনার ইঙ্গিত দিতে পারে।