ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 81

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি; আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তাঁরা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারি একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

তফসিল ঘোষণার সম্ভাবনা সামনে রেখে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দ্রুতই দায়িত্ব ছাড়তে পারেন। দুজনেই আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করায় এই জল্পনা আরো জোরালো হয়।

এরই মধ্যে খবর আসে, নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় অথবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। এর পরপরই দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে জোরালো আলোচনা শুরু হয়।

দিনের বেলা সাড়ে ৩টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে তিনি তাঁর দায়িত্বকালে নেওয়া নানা প্রকল্প ও সাফল্যের বিবরণ তুলে ধরেন। শেষ দিকে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান—তিনি নির্বাচনে অংশ নেবেন; তবে পদত্যাগ প্রসঙ্গে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে। মনোনয়ন কোন দল থেকে নেবেন; সেই প্রশ্নে তিনি তখন কোনো সুনির্দিষ্ট মন্তব্য করেননি।

পরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের মধ্যেই তিনি এবং মাহফুজ আলম দুজনেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফের পদত্যাগ

সর্বশেষ আপডেট ০৫:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি; আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তাঁরা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারি একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

তফসিল ঘোষণার সম্ভাবনা সামনে রেখে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দ্রুতই দায়িত্ব ছাড়তে পারেন। দুজনেই আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করায় এই জল্পনা আরো জোরালো হয়।

এরই মধ্যে খবর আসে, নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় অথবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। এর পরপরই দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে জোরালো আলোচনা শুরু হয়।

দিনের বেলা সাড়ে ৩টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে তিনি তাঁর দায়িত্বকালে নেওয়া নানা প্রকল্প ও সাফল্যের বিবরণ তুলে ধরেন। শেষ দিকে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান—তিনি নির্বাচনে অংশ নেবেন; তবে পদত্যাগ প্রসঙ্গে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে। মনোনয়ন কোন দল থেকে নেবেন; সেই প্রশ্নে তিনি তখন কোনো সুনির্দিষ্ট মন্তব্য করেননি।

পরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের মধ্যেই তিনি এবং মাহফুজ আলম দুজনেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।