ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তাল নেপাল; বাংলাদেশ-নেপাল ২য় ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 88

বাংলাদেশ ফুটবল দল

নেপালে সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে কারফিউ জারি করেছে দেশটির সরকার। পুরো রাজধানীতে অচলাবস্থা বিরাজ করছে। ফলে বিপাকে পড়েছে সেখানে থাকা বাংলাদেশ ফুটবল দল

এমন পরিস্থিতিতে বাতিল করা হয়েছে নেপাল-বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ।

এর আগে পরিস্থিতি খারাপ হলে, বাতিল করা হয় ম্যাচের আগে জামালদের অনুশীলন। তবে ফুটবলাররা হোটেলে নিরাপদে আছেন বলে জানিয়েছে বাফুফে।

গতকাল রোববার নেপাল অনুশীলন করলেও ক্যাবরেরা শিষ্যদের দেয়া হয়েছিল বিশ্রাম। আন্দোলনের কারণে সোমবার অনুশীলন করতে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা।

মঙ্গলবার স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিলো বাংলাদেশ ফুটবল দলের। ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছিলো বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায়।

২০২২ সালে দায়িত্ব নেয়ার পরই হ্যাভিয়ার ক্যাবরেরার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ। যেখানে হারের স্বাদ পায় হ্যাভিয়ার ক্যাবরেরা। এবার প্রীতি ম্যাচের প্রথমটিতে ড্র হয়।

নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ছিলো না হামজা-শমিতদের মতো তারকা ফুটবলাররা।

গেলো ৩ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নেপাল পৌছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেদিন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে তারা। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে জাতীয় ফুটবল দলের দুপুর দেড়টায় বাংলাদেশ বিমানে কাঠমান্ডু যাওয়ার কথা থাকলেও পুরো দলকে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় বিমানবন্দরেই।

বিমানের বিজি ৩৭১ ফ্লাইটটি দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছাড়ার কথা। নির্ধারিত সময়ের আগেই জাতীয় দলের সকল ফুটবলার ও কোচিং স্টাফরা ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করেন।

তবে বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে দুপুর দেড়টার পরিবর্তে সন্ধা সাতটার পর নেপালের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উত্তাল নেপাল; বাংলাদেশ-নেপাল ২য় ম্যাচ বাতিল

সর্বশেষ আপডেট ০৭:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

নেপালে সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে কারফিউ জারি করেছে দেশটির সরকার। পুরো রাজধানীতে অচলাবস্থা বিরাজ করছে। ফলে বিপাকে পড়েছে সেখানে থাকা বাংলাদেশ ফুটবল দল

এমন পরিস্থিতিতে বাতিল করা হয়েছে নেপাল-বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ।

এর আগে পরিস্থিতি খারাপ হলে, বাতিল করা হয় ম্যাচের আগে জামালদের অনুশীলন। তবে ফুটবলাররা হোটেলে নিরাপদে আছেন বলে জানিয়েছে বাফুফে।

গতকাল রোববার নেপাল অনুশীলন করলেও ক্যাবরেরা শিষ্যদের দেয়া হয়েছিল বিশ্রাম। আন্দোলনের কারণে সোমবার অনুশীলন করতে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা।

মঙ্গলবার স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিলো বাংলাদেশ ফুটবল দলের। ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছিলো বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায়।

২০২২ সালে দায়িত্ব নেয়ার পরই হ্যাভিয়ার ক্যাবরেরার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ। যেখানে হারের স্বাদ পায় হ্যাভিয়ার ক্যাবরেরা। এবার প্রীতি ম্যাচের প্রথমটিতে ড্র হয়।

নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ছিলো না হামজা-শমিতদের মতো তারকা ফুটবলাররা।

গেলো ৩ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নেপাল পৌছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেদিন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে তারা। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে জাতীয় ফুটবল দলের দুপুর দেড়টায় বাংলাদেশ বিমানে কাঠমান্ডু যাওয়ার কথা থাকলেও পুরো দলকে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় বিমানবন্দরেই।

বিমানের বিজি ৩৭১ ফ্লাইটটি দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছাড়ার কথা। নির্ধারিত সময়ের আগেই জাতীয় দলের সকল ফুটবলার ও কোচিং স্টাফরা ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করেন।

তবে বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে দুপুর দেড়টার পরিবর্তে সন্ধা সাতটার পর নেপালের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল।