শিরোনাম
উত্তরায় সাবেক এমপি হাবিবের বাড়িতে আগুন
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৬:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 90
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের উত্তরার বাসায় আগুন লাগেছে।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর উত্তরার সাত নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডে অবস্থিত সাবেক এমপির সাত নম্বর বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং বাড়ির সামনে অনেক মানুষ অবস্থান করছেন।
পরবর্তীতে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
































