উখিয়ায় মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন
- সর্বশেষ আপডেট ০৯:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 388
কক্সবাজারের উখিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের একটি আলোচিত মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৭ জুন) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫-এর মাননীয় বিচারক জনাবা নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।
রায় অনুযায়ী, আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. সাহাব উদ্দিন, পিতা: মৃত আফলাতুন, বাসিন্দা: পালংখালী ৭ নম্বর ওয়ার্ড এবং সরোয়ার আলম, পিতা: মৃত শামশুল আলম, বাসিন্দা: পালংখালী পশ্চিম ফারির বিল, ৮ নম্বর ওয়ার্ড।
মো. সাহাব উদ্দিনের কাছ থেকে ৮৭,৯৯৩ পিস ইয়াবা এবং সরোয়ার আলমের কাছ থেকে ৬,৬৫৭ পিস ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বমোট ৯৪,৬৫০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের গ্রেফতার করে মামলা দায়ের করা হয়।
ঘটনার সূত্র ধরে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি উখিয়া থানায় মামলা নম্বর ৩৮ হিসেবে একটি মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে এটি জি.আর মামলা নং ১৭৩/২০২২ এবং এস.টি মামলা নং ২৯৩/২০২৪ হিসেবে আদালতে বিচারাধীন ছিল।
প্রসঙ্গত, ১ নম্বর আসামি সাহাব উদ্দিন ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন। অন্যদিকে ২ নম্বর আসামি সরোয়ার আলম জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক।
রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায় সমাজে মাদকের বিরুদ্ধে একটি কঠোর বার্তা দেবে।”
































