ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বন বিভাগের ব্যাপক অভিযান

উখিয়ায় বক শিকারের সরঞ্জাম জব্দ

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সর্বশেষ আপডেট ০৭:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 68

উখিয়ায় বক শিকারের সরঞ্জাম জব্দ

কক্সবাজারের উখিয়া উপজেলার মাছকারিয়া বিল এলাকায় বেশ কিছুদিন ধরে চলছিল বক শিকার ও বন্যপ্রাণী ধরার ফাঁদ পাতা। প্রশাসন কয়েকবার অভিযান চালালেও শিকারীরা আগাম সতর্ক হয়ে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ফলে শিকার বন্ধও হচ্ছিল না।

শেষ পর্যন্ত শনিবার (৬ ডিসেম্বর) সকালে বন বিভাগের একটি বড় দল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শিকার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করে।

উখিয়া বনবিভাগের তথ্য মতে, স্থানীয় চরাঞ্চল, জলাশয় ও কৃষিজমির আশপাশে দীর্ঘদিন ধরে বক ধরার জন্য জাল, ফাঁদ ও কৃত্রিম প্রলোভন বসানো হচ্ছিল। অভিযানে ধ্বংস করা হয়; ৭০০টি জাল, ৩ হাজারের বেশি কৃত্রিম বক, ১০০টির মতো ঘরাকৃতির ফাঁদ।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১০টি জীবিত বক ও একটি শামুকখোল, যেগুলোকে পরে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, “বন্যপ্রাণী রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে। যারা অবৈধভাবে শিকার বা ফাঁদ বসায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগণও তথ্য দিয়ে সহযোগিতা করলে এটি আরও কার্যকর হবে।”

অভিযানে বনবিভাগের কর্মকর্তা, বিভিন্ন বিটের স্টাফ, ইমার্জেন্সি রেসপন্স টিম, কমিউনিটি পেট্রোল গ্রুপসহ প্রায় ২০০ জনের একটি দল অংশ নেয়। কর্মকর্তাদের মতে, এ ধরনের বড় অভিযান দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা শিকারচক্রের কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বন বিভাগের ব্যাপক অভিযান

উখিয়ায় বক শিকারের সরঞ্জাম জব্দ

সর্বশেষ আপডেট ০৭:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারের উখিয়া উপজেলার মাছকারিয়া বিল এলাকায় বেশ কিছুদিন ধরে চলছিল বক শিকার ও বন্যপ্রাণী ধরার ফাঁদ পাতা। প্রশাসন কয়েকবার অভিযান চালালেও শিকারীরা আগাম সতর্ক হয়ে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ফলে শিকার বন্ধও হচ্ছিল না।

শেষ পর্যন্ত শনিবার (৬ ডিসেম্বর) সকালে বন বিভাগের একটি বড় দল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শিকার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করে।

উখিয়া বনবিভাগের তথ্য মতে, স্থানীয় চরাঞ্চল, জলাশয় ও কৃষিজমির আশপাশে দীর্ঘদিন ধরে বক ধরার জন্য জাল, ফাঁদ ও কৃত্রিম প্রলোভন বসানো হচ্ছিল। অভিযানে ধ্বংস করা হয়; ৭০০টি জাল, ৩ হাজারের বেশি কৃত্রিম বক, ১০০টির মতো ঘরাকৃতির ফাঁদ।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১০টি জীবিত বক ও একটি শামুকখোল, যেগুলোকে পরে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, “বন্যপ্রাণী রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে। যারা অবৈধভাবে শিকার বা ফাঁদ বসায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগণও তথ্য দিয়ে সহযোগিতা করলে এটি আরও কার্যকর হবে।”

অভিযানে বনবিভাগের কর্মকর্তা, বিভিন্ন বিটের স্টাফ, ইমার্জেন্সি রেসপন্স টিম, কমিউনিটি পেট্রোল গ্রুপসহ প্রায় ২০০ জনের একটি দল অংশ নেয়। কর্মকর্তাদের মতে, এ ধরনের বড় অভিযান দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা শিকারচক্রের কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি করবে।