রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ
উখিয়া সীমান্তের ওপারে রাতভর গোলাগুলি
- সর্বশেষ আপডেট ১১:২৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 311
কক্সবাজারের উখিয়ার রহমতবিল সীমান্তের ওপার থেকে বৃহস্পতিবার গভীর রাতে আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টা থেকে আড়াইটা পর্যন্ত পালংখালী সীমান্ত সংলগ্ন মিয়ানমার অংশে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন মো. ইয়াসের নামে এক রোহিঙ্গা যুবক, যিনি উখিয়ার ১২ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয় জনপ্রতিনিধি ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, মিয়ানমারের আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া একটি গুলি বাংলাদেশে এসে ইয়াসেরের শরীরে লাগে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, “রাতের দিকে সীমান্তের ওপারে প্রচণ্ড গুলি বিনিময়ের শব্দ শোনা গেছে। মিয়ানমার থেকে আসা গুলিতে একজন রোহিঙ্গা আহত হয়েছে। সীমান্তে এখনো উত্তেজনা বিরাজ করছে।”
এ ঘটনায় সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতভর গুলির শব্দে তারা নির্ঘুম ছিলেন। উখিয়ার বাসিন্দা মো. শামীম বলেন, “দীর্ঘ বিরতির পর এমন তীব্র গোলাগুলির শব্দ আবার শোনা গেল। রাত ২টার দিকে গুলিবর্ষণ থামে, কিন্তু এখনো এলাকায় থমথমে পরিস্থিতি।”
পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। মিয়ানমারে চলমান সংঘাতের প্রভাব পড়ছে সীমান্তবর্তী বাংলাদেশি গ্রামগুলোতেও, যেখানে মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

































