ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 227

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটির দিন নতুন করে নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২৮ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ কারণে আগে নির্ধারিত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) এর পরিবর্তে ৬ সেপ্টেম্বর (শনিবার) ছুটি থাকবে।

দিনটিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাক, হাসপাতাল, চিকিৎসাসেবা ও জরুরি পরিবহন; সংশ্লিষ্ট সেবা কার্যক্রম চালু থাকবে।

জরুরি দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর জন্যও এ ছুটি প্রযোজ্য নয়। ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের ছুটি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন

সর্বশেষ আপডেট ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটির দিন নতুন করে নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২৮ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ কারণে আগে নির্ধারিত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) এর পরিবর্তে ৬ সেপ্টেম্বর (শনিবার) ছুটি থাকবে।

দিনটিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাক, হাসপাতাল, চিকিৎসাসেবা ও জরুরি পরিবহন; সংশ্লিষ্ট সেবা কার্যক্রম চালু থাকবে।

জরুরি দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর জন্যও এ ছুটি প্রযোজ্য নয়। ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের ছুটি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট।