ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসির ৫২ নির্বাচন কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 120

৫২ কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আরো ৫২ নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত বদলি সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলি করা কর্মকর্তারা আগামী ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ৭ আগস্ট তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

বদলি করা ৫২ জনের মধ্যে নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজাকে সিনিয়র জেলা নির্বাচন অফিস খুলনা থেকে মাগুরা জেলা নির্বাচন অফিসে এবং নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) নিজাম উদ্দীন আহমেদকে জেলা নির্বাচন অফিস মাদারীপুর থেকে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসে বদলি করা হয়েছে। এছাড়া বদলি করাদের বেশিরভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৭ জুলাইয়ের প্রজ্ঞাপনের উপজেলা কর্মকর্তার ১৬ নং ক্রমিকের শেখ বদরুদ্দীন উপজেলা নির্বাচন অফিস, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ; ৪৪ নং ক্রমিকের মোঃ আলী হোসেন উপজেলা নির্বাচন অফিস, জলঢাকা, নীলফামারী; ৫১ নং ক্রমিকের মোহাম্মদ ওসমান গণি, উপজেলা নির্বাচন অফিস, বরুড়া, কুমিল্লা; ৫৩ নং ক্রমিকের মো. আবুল বাশার, উপজেলা নির্বাচন অফিস, কুলাউড়া, মৌলভীবাজার; ৬৩ নং ক্রমিকের মেহরাজুল হাসান, উপজেলা নির্বাচন অফিস, তাড়াশ, সিরাজগঞ্জ এর বদলির সংশ্লিষ্ট অংশটুকু সংশোধন এবং ৫ নং ক্রমিকের মো. মোশাররফ হোসেন, সহকারী পরিচালক, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা এর বদলির সংশ্লিষ্ট অংশটুকু স্থগিত করা হলো।

এর আগে গত ২৭ জুলাই ৭১ জন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি করে ইসি। এছাড়া গত ১৫ জুলাই ইসির ৫১ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসির ৫২ নির্বাচন কর্মকর্তা বদলি

সর্বশেষ আপডেট ০৯:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আরো ৫২ নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত বদলি সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলি করা কর্মকর্তারা আগামী ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ৭ আগস্ট তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

বদলি করা ৫২ জনের মধ্যে নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজাকে সিনিয়র জেলা নির্বাচন অফিস খুলনা থেকে মাগুরা জেলা নির্বাচন অফিসে এবং নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) নিজাম উদ্দীন আহমেদকে জেলা নির্বাচন অফিস মাদারীপুর থেকে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসে বদলি করা হয়েছে। এছাড়া বদলি করাদের বেশিরভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৭ জুলাইয়ের প্রজ্ঞাপনের উপজেলা কর্মকর্তার ১৬ নং ক্রমিকের শেখ বদরুদ্দীন উপজেলা নির্বাচন অফিস, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ; ৪৪ নং ক্রমিকের মোঃ আলী হোসেন উপজেলা নির্বাচন অফিস, জলঢাকা, নীলফামারী; ৫১ নং ক্রমিকের মোহাম্মদ ওসমান গণি, উপজেলা নির্বাচন অফিস, বরুড়া, কুমিল্লা; ৫৩ নং ক্রমিকের মো. আবুল বাশার, উপজেলা নির্বাচন অফিস, কুলাউড়া, মৌলভীবাজার; ৬৩ নং ক্রমিকের মেহরাজুল হাসান, উপজেলা নির্বাচন অফিস, তাড়াশ, সিরাজগঞ্জ এর বদলির সংশ্লিষ্ট অংশটুকু সংশোধন এবং ৫ নং ক্রমিকের মো. মোশাররফ হোসেন, সহকারী পরিচালক, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা এর বদলির সংশ্লিষ্ট অংশটুকু স্থগিত করা হলো।

এর আগে গত ২৭ জুলাই ৭১ জন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি করে ইসি। এছাড়া গত ১৫ জুলাই ইসির ৫১ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি হয়।