শিরোনাম
ইসির সঙ্গে বৈঠকে তিন বাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১২:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 75
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের পাশাপাশি নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন।
এছাড়া সভায় সেনা, নৌ ও বিমানবাহিনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
ইসি জানায়, আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার।































