ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালট বিতর্কে বিএনপির ক্ষতি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 46

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। পোস্টাল ব্যালটের প্রস্তুত ও ব্যবহারে অনিয়মের অভিযোগ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে বলে তিনি দাবি করেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, প্রবাসীদের পোস্টাল ব্যালটে অনিয়ম ঘটছে, যা নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, “কিছু ভুল হতে পারে, কিন্তু অভিযোগের ভিত্তিতে মনে হচ্ছে নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু সুবিধা হয়েছে।”

সালাহউদ্দিন আরও জানান, বৈঠকে নির্বাচনী আইন ও আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, কোনো বাসায় ২০০–৩০০ ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও ব্যালট জব্দ হয়েছে, কোথাও ভোটগ্রহণ শুরু, আবার কিছু ব্যালট অন্য কেউ গ্রহণ করছে। তিনি বলেন, “এগুলো সবই আমাদের নজরে এসেছে।”

তিনি আরও মন্তব্য করেছেন, “প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে এটি প্রথমবারের উদ্যোগ। কিছু ভুলভ্রান্তি হতে পারে, তবে অনিয়মের অভিযোগগুলো বিশেষ দলকে সুবিধা দিয়েছে বলে ধারণা করছি।”

সালাহউদ্দিন বলেন, “বৈঠকে নির্বাচনী আইন, আচরণবিধি এবং প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।”

আরও এক মন্তব্যে তিনি বলেন, “যেসব অনিয়ম আমরা দেখছি, এগুলো নির্বাচন প্রক্রিয়ার সমতা ও স্বচ্ছতার প্রতি প্রশ্ন তোলে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পোস্টাল ব্যালট বিতর্কে বিএনপির ক্ষতি: সালাহউদ্দিন

সর্বশেষ আপডেট ০৩:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। পোস্টাল ব্যালটের প্রস্তুত ও ব্যবহারে অনিয়মের অভিযোগ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে বলে তিনি দাবি করেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, প্রবাসীদের পোস্টাল ব্যালটে অনিয়ম ঘটছে, যা নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, “কিছু ভুল হতে পারে, কিন্তু অভিযোগের ভিত্তিতে মনে হচ্ছে নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু সুবিধা হয়েছে।”

সালাহউদ্দিন আরও জানান, বৈঠকে নির্বাচনী আইন ও আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, কোনো বাসায় ২০০–৩০০ ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও ব্যালট জব্দ হয়েছে, কোথাও ভোটগ্রহণ শুরু, আবার কিছু ব্যালট অন্য কেউ গ্রহণ করছে। তিনি বলেন, “এগুলো সবই আমাদের নজরে এসেছে।”

তিনি আরও মন্তব্য করেছেন, “প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে এটি প্রথমবারের উদ্যোগ। কিছু ভুলভ্রান্তি হতে পারে, তবে অনিয়মের অভিযোগগুলো বিশেষ দলকে সুবিধা দিয়েছে বলে ধারণা করছি।”

সালাহউদ্দিন বলেন, “বৈঠকে নির্বাচনী আইন, আচরণবিধি এবং প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।”

আরও এক মন্তব্যে তিনি বলেন, “যেসব অনিয়ম আমরা দেখছি, এগুলো নির্বাচন প্রক্রিয়ার সমতা ও স্বচ্ছতার প্রতি প্রশ্ন তোলে।”