আপিলের দ্বিতীয় দিনে শুনানি নিচ্ছে ইসি
- সর্বশেষ আপডেট ১০:৪০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 22
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিন আজ। এদিন ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।
এর আগে, প্রথম দিনে ৫২টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা ৫১টি এবং মনোনয়নপত্র গ্রহণের (বৈধ প্রার্থী) বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা একটি। আপিল আবেদন খারিজ হয়েছে ১৫ জনের।
তবে এর মধ্যে তিনজনের আবেদন শুনানি অপেক্ষমান রয়েছে বলে ইসির শুনানি থেকে আনুষ্ঠানিকভাবে জানান সচিব।
নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে আপিল আবেদন শেষে ১০ তারিখ থেকে শুরু হয়ে ১৮ তারিখ পর্যন্ত চলবে আপিল শুনানি। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত করা যাবে প্রার্থিতা প্রত্যাহার।
































