ইসলামের নামে তারা বিভ্রান্ত করছে : চরমোনাই পীর
- সর্বশেষ আপডেট ০৮:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 13
লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা বিএম কলেজ মাঠে বৃহস্পতিবার নির্বাচনী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুফতী রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামীর নামে ইসলামকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
ইসলামের নামে তারা মিথ্যাচার করছে, ইসলামের কথা বললেও বাস্তবে জামায়াত ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে চায় না।
চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামীর আমির নিজেই স্বীকার করেছেন, তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ চালাবে না। জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীও সাংবাদিকদের বলেছেন, জামায়াতে ইসলাম ইসলামী দল নয়।
একই বক্তব্য দিয়েছেন জামায়াত-জোটের কর্নেল (অব.) অলি। তিনি বিএনপি ও আওয়ামী লীগের ওপরও অভিযোগ তুলেছেন, যারা অতীতে বারবার দাবি করেছে দেশে কোনো জঙ্গি নেই। অথচ জামায়াতের নায়েবে আমির আবু তাহের আমেরিকার দূতাবাসে গিয়ে দেশে জঙ্গি আছে—এমন বক্তব্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন।
চরমোনাই পীর আরও বলেন, জামায়াতের নেতৃত্বে রাজনৈতিক শালীনতা ও ইসলামী আদর্শের সঙ্গে সাংঘর্ষিক আচরণ দেখা যাচ্ছে। ইসলামের নামে যে রাজনীতি তারা করছে, তা মূলত মিথ্যাচার এবং তাদের মাধ্যমে দেশে কখনোই ইসলাম কায়েম হবে না। তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে অবশ্যই দেশকে ইসলামী শরিয়াহ অনুযায়ী পরিচালনা করা হবে।
সমাবেশে লালমনিরহাট–১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী ফজলুল করীম শাহারিয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক সুলতান মাহমুদ।


































