ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মাসুদের পদত্যাগ
- সর্বশেষ আপডেট ০১:১৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 287
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
এর আগে চলতি মাসের শুরুতেই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ তাঁকে পদত্যাগের পরামর্শ দেন। পরে ১৫ জুলাই তাঁর এবং পরিবারের ব্যাংক হিসাব তলব করে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। এরপর ১৬ জুলাই ইসলামী ব্যাংকে সংস্থাটি একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
সূত্র বলছে, পদত্যাগের আগে ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদে থাকার জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। তবে গত বছরের আগস্টে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়, যেখানে তাঁকে চেয়ারম্যান করা হয়েছিল। তিনি এর আগে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন।
সম্প্রতি কিছু অনিয়মের অভিযোগ কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়ে, যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্র সফরের খরচ ও অনুমোদনের বিষয়। মাসুদ এক মাসের সফরে গিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কেবল মৌখিকভাবে বলে গিয়েছিলেন যে, একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। অথচ চেয়ারম্যান হিসেবে তাঁর পক্ষে সরাসরি এমন বৈঠকে অংশ নেওয়ার সুযোগ ছিল না।
এদিকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।




































