ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে একজোট ২০ আরব ও মুসলিম দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 186

ইসরায়েলের বিরুদ্ধে একজোট ২০ আরব ও মুসলিম দেশ

ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ২০টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সম্প্রতি এক যৌথ বিবৃতিতে তারা এই হামলার প্রতিবাদ জানিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে: মিসর, জর্ডান, পাকিস্তান, বাহরাইন, ব্রুনাই, তুরস্ক, চাদ, আলজেরিয়া, কোমোরোস, সংযুক্ত আরব আমিরাত, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া ও মৌরিতানিয়া।

বিবৃতিতে বলা হয়, ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তারা বলেন, প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতির নীতি বজায় রাখা জরুরি।

পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্য অঞ্চলকে পারমাণবিক ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রমুক্ত রাখার ওপর জোর দেন এবং সকল দেশকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ( এনপিটি)-তে স্বাক্ষর করার আহ্বান জানান। উল্লেখযোগ্য যে, ইসরায়েল এখনও এই চুক্তির অংশ নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সংকটের স্থায়ী ও কার্যকর সমাধান একমাত্র কূটনীতির মাধ্যমেই সম্ভব। যুদ্ধ দিয়ে সমস্যার সমাধান নয়, বরং তা আরও জটিলতা সৃষ্টি করে। তাই সকল পক্ষকে সংযম প্রদর্শন ও সংলাপের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসরায়েলের বিরুদ্ধে একজোট ২০ আরব ও মুসলিম দেশ

সর্বশেষ আপডেট ০৪:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ২০টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সম্প্রতি এক যৌথ বিবৃতিতে তারা এই হামলার প্রতিবাদ জানিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে: মিসর, জর্ডান, পাকিস্তান, বাহরাইন, ব্রুনাই, তুরস্ক, চাদ, আলজেরিয়া, কোমোরোস, সংযুক্ত আরব আমিরাত, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া ও মৌরিতানিয়া।

বিবৃতিতে বলা হয়, ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তারা বলেন, প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতির নীতি বজায় রাখা জরুরি।

পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্য অঞ্চলকে পারমাণবিক ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রমুক্ত রাখার ওপর জোর দেন এবং সকল দেশকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ( এনপিটি)-তে স্বাক্ষর করার আহ্বান জানান। উল্লেখযোগ্য যে, ইসরায়েল এখনও এই চুক্তির অংশ নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সংকটের স্থায়ী ও কার্যকর সমাধান একমাত্র কূটনীতির মাধ্যমেই সম্ভব। যুদ্ধ দিয়ে সমস্যার সমাধান নয়, বরং তা আরও জটিলতা সৃষ্টি করে। তাই সকল পক্ষকে সংযম প্রদর্শন ও সংলাপের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়।