ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের এ হামলা এক প্রকার রাষ্ট্রীয় ডাকাতি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 255

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলা কেবল ইরানের ওপর আক্রমণ নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক স্থিতিশীলতা ধ্বংসের একটি পরিকল্পিত অপচেষ্টা। তিনি বলেন, “ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আসন্ন পরমাণু আলোচনার আগে এই হামলা চালিয়ে ইসরায়েল প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে সংঘাতকে গুরুত্ব দিচ্ছে।”

শনিবার ইস্তানবুলে অনুষ্ঠিত এক কূটনৈতিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সম্মেলনে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও।

এরদোগান বলেন, “ইসরায়েলের এ হামলা এক প্রকার রাষ্ট্রীয় ডাকাতি। আন্তর্জাতিক আইন ও কূটনীতির সকল সীমা লঙ্ঘন করে দেশটি নিজেদের আগ্রাসী অবস্থানকে প্রতিষ্ঠিত করছে। নেতানিয়াহু সরকার আজ প্রমাণ করছে— মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা তারাই।”

তিনি আরও বলেন, “১৩ জুনের আগ্রাসন ছিল শান্তি-প্রক্রিয়া নস্যাৎ করার ঘৃণ্য চেষ্টা। রাজনৈতিক স্বার্থে তারা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি মুসলিম বিশ্ব ও আরব নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানায়, আরাঘচি বলেন, “ইসরায়েলের হামলা শুধু ইরানের ওপর নয়, গোটা মুসলিম বিশ্বের মর্যাদার ওপরই আঘাত। এই ইস্যু বিশেষভাবে আলোচনায় আনা হবে।”

প্রসঙ্গত, জায়োনিজম এমন একটি মতবাদ, যা ইহুদি জনগোষ্ঠীর জন্য একটি রাষ্ট্র (ইসরায়েল) প্রতিষ্ঠা, রক্ষা ও সম্প্রসারণকে সমর্থন করে। বর্তমানে যারা ইসরায়েলের আধিপত্য ও সামরিক আগ্রাসনকে বৈধতা দেয়, তাদেরই জায়োনিস্ট হিসেবে বিবেচনা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসরায়েলের এ হামলা এক প্রকার রাষ্ট্রীয় ডাকাতি

সর্বশেষ আপডেট ০৫:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলা কেবল ইরানের ওপর আক্রমণ নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক স্থিতিশীলতা ধ্বংসের একটি পরিকল্পিত অপচেষ্টা। তিনি বলেন, “ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আসন্ন পরমাণু আলোচনার আগে এই হামলা চালিয়ে ইসরায়েল প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে সংঘাতকে গুরুত্ব দিচ্ছে।”

শনিবার ইস্তানবুলে অনুষ্ঠিত এক কূটনৈতিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সম্মেলনে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও।

এরদোগান বলেন, “ইসরায়েলের এ হামলা এক প্রকার রাষ্ট্রীয় ডাকাতি। আন্তর্জাতিক আইন ও কূটনীতির সকল সীমা লঙ্ঘন করে দেশটি নিজেদের আগ্রাসী অবস্থানকে প্রতিষ্ঠিত করছে। নেতানিয়াহু সরকার আজ প্রমাণ করছে— মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা তারাই।”

তিনি আরও বলেন, “১৩ জুনের আগ্রাসন ছিল শান্তি-প্রক্রিয়া নস্যাৎ করার ঘৃণ্য চেষ্টা। রাজনৈতিক স্বার্থে তারা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি মুসলিম বিশ্ব ও আরব নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানায়, আরাঘচি বলেন, “ইসরায়েলের হামলা শুধু ইরানের ওপর নয়, গোটা মুসলিম বিশ্বের মর্যাদার ওপরই আঘাত। এই ইস্যু বিশেষভাবে আলোচনায় আনা হবে।”

প্রসঙ্গত, জায়োনিজম এমন একটি মতবাদ, যা ইহুদি জনগোষ্ঠীর জন্য একটি রাষ্ট্র (ইসরায়েল) প্রতিষ্ঠা, রক্ষা ও সম্প্রসারণকে সমর্থন করে। বর্তমানে যারা ইসরায়েলের আধিপত্য ও সামরিক আগ্রাসনকে বৈধতা দেয়, তাদেরই জায়োনিস্ট হিসেবে বিবেচনা করা হয়।