ঢাকা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় সিরিয়ায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 56

ইসরায়েলি হামলায় সিরিয়ায় নিহত ১৩

সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন এলাকায় ভোররাতে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। দখলদার বাহিনীর এই নতুন অভিযান ও হামলায় দুই শিশুসহ অন্তত ১৩ জন নাগরিক নিহত হয়েছেন। এসময় ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনাও আহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও গোলাবর্ষণে বেইত জিন এলাকার বহু পরিবার তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালাতে বাধ্য হয়েছে। এছাড়া পুরো এলাকায় ইসরায়েলি ড্রোন টহল দিতে দেখা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বেইত জিনকে লক্ষ্য করে আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলায় আরও কয়েকজন নিহত বা আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষও ছড়িয়ে পড়ে।

ইসরায়েলি সূত্র জানায়, তাদের দুই সেনা আহত হয়েছেন এবং দুই সিরীয় বেসামরিক নিহত হয়েছেন। পরে ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, বেইত জিনে প্রবেশ করা ইসরায়েলি বাহিনীকে স্থানীয়রা ঘেরাও করলে বিমান ও আর্টিলারি হামলার মাধ্যমে তাদের সরিয়ে আনা হয়। এতে সিরীয়দের প্রাণহানি আরও বেড়ে যায়।

পরে জানা গেছে, ছয়জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসরায়েলি হামলায় সিরিয়ায় নিহত ১৩

সর্বশেষ আপডেট ০৩:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন এলাকায় ভোররাতে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। দখলদার বাহিনীর এই নতুন অভিযান ও হামলায় দুই শিশুসহ অন্তত ১৩ জন নাগরিক নিহত হয়েছেন। এসময় ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনাও আহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও গোলাবর্ষণে বেইত জিন এলাকার বহু পরিবার তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালাতে বাধ্য হয়েছে। এছাড়া পুরো এলাকায় ইসরায়েলি ড্রোন টহল দিতে দেখা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বেইত জিনকে লক্ষ্য করে আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলায় আরও কয়েকজন নিহত বা আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষও ছড়িয়ে পড়ে।

ইসরায়েলি সূত্র জানায়, তাদের দুই সেনা আহত হয়েছেন এবং দুই সিরীয় বেসামরিক নিহত হয়েছেন। পরে ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, বেইত জিনে প্রবেশ করা ইসরায়েলি বাহিনীকে স্থানীয়রা ঘেরাও করলে বিমান ও আর্টিলারি হামলার মাধ্যমে তাদের সরিয়ে আনা হয়। এতে সিরীয়দের প্রাণহানি আরও বেড়ে যায়।

পরে জানা গেছে, ছয়জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।