ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 131

ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে

ইলিশের প্রজননকালীন সময়ে মাছ ধরা বন্ধে সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা আজ (২৫ অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় তিন লাখ জেলে। কেউ জাল মেরামত করছেন, কেউ আবার ট্রলার ঠিকঠাক করে নিচ্ছেন নতুন করে মাছ ধরার আশায়।

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ঘাটজুড়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলেরা। কেউ পুরোনো জাল মেরামত করছেন, আবার কেউ নতুন জাল কিনেছেন ধার করা টাকায়। তাদের আশা, এবার পর্যাপ্ত ইলিশ ধরা পড়লে ধার-দেনা পরিশোধ করে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে।

একজন জেলে বলেন, “প্রতি মৌসুমে আমাদের লোন নিয়ে নদীতে নামতে হয়। নিষেধাজ্ঞার সময় বসে থাকতে হয়, কিন্তু মাছ পেলে সব কষ্ট সার্থক হয়। এবার ভালো ইলিশ পাওয়ার আশা করছি।”

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আমাদের অভিযান সফল হয়েছে। আমরা আশা করছি, এবার জেলেরা ভালো পরিমাণ ইলিশ ধরতে পারবে এবং ক্ষতি কাটিয়ে উঠবে।”

নিষেধাজ্ঞা চলার সময় জেলার সাত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের অভিযানে প্রায় দুই শতাধিক জেলে আটক হন এবং বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় শনিবার মধ্যরাত থেকেই নদীতে নামবেন জেলেরা। ভোরের আলো ফোটার আগেই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হবে ইলিশ শিকারের প্রতিযোগিতা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে

সর্বশেষ আপডেট ১০:৩৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ইলিশের প্রজননকালীন সময়ে মাছ ধরা বন্ধে সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা আজ (২৫ অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় তিন লাখ জেলে। কেউ জাল মেরামত করছেন, কেউ আবার ট্রলার ঠিকঠাক করে নিচ্ছেন নতুন করে মাছ ধরার আশায়।

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ঘাটজুড়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলেরা। কেউ পুরোনো জাল মেরামত করছেন, আবার কেউ নতুন জাল কিনেছেন ধার করা টাকায়। তাদের আশা, এবার পর্যাপ্ত ইলিশ ধরা পড়লে ধার-দেনা পরিশোধ করে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে।

একজন জেলে বলেন, “প্রতি মৌসুমে আমাদের লোন নিয়ে নদীতে নামতে হয়। নিষেধাজ্ঞার সময় বসে থাকতে হয়, কিন্তু মাছ পেলে সব কষ্ট সার্থক হয়। এবার ভালো ইলিশ পাওয়ার আশা করছি।”

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আমাদের অভিযান সফল হয়েছে। আমরা আশা করছি, এবার জেলেরা ভালো পরিমাণ ইলিশ ধরতে পারবে এবং ক্ষতি কাটিয়ে উঠবে।”

নিষেধাজ্ঞা চলার সময় জেলার সাত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের অভিযানে প্রায় দুই শতাধিক জেলে আটক হন এবং বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় শনিবার মধ্যরাত থেকেই নদীতে নামবেন জেলেরা। ভোরের আলো ফোটার আগেই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হবে ইলিশ শিকারের প্রতিযোগিতা।