ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 133

ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করল পাকিস্তান

পাকিস্তান ইরানের সঙ্গে যুক্ত সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেলুচিস্তান প্রদেশের একাধিক স্থানীয় কর্মকর্তা। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি জানান, সীমান্তবর্তী পাঁচ জেলা—চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার—এর সঙ্গে ইরান সংলগ্ন সকল সীমান্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

চাগাই জেলার একটি সীমান্ত চৌকির কর্মকর্তা আতাউল মুনিম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষজনের ইরানে প্রবেশ বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক পরিবহন এবং ইরানে অবস্থানরত পাকিস্তানিদের নিজ দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না।

তিনি আরও বলেন, আজকের মধ্যে প্রায় ২০০ পাকিস্তানি শিক্ষার্থীর দেশে ফেরার কথা রয়েছে।

এই পদক্ষেপের পেছনে নিরাপত্তাজনিত কারণ, দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন কিংবা সাম্প্রতিক অঞ্চলভিত্তিক উত্তেজনা কোনোটা ভূমিকা রেখেছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করল পাকিস্তান

সর্বশেষ আপডেট ০৬:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

পাকিস্তান ইরানের সঙ্গে যুক্ত সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেলুচিস্তান প্রদেশের একাধিক স্থানীয় কর্মকর্তা। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি জানান, সীমান্তবর্তী পাঁচ জেলা—চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার—এর সঙ্গে ইরান সংলগ্ন সকল সীমান্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

চাগাই জেলার একটি সীমান্ত চৌকির কর্মকর্তা আতাউল মুনিম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষজনের ইরানে প্রবেশ বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক পরিবহন এবং ইরানে অবস্থানরত পাকিস্তানিদের নিজ দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না।

তিনি আরও বলেন, আজকের মধ্যে প্রায় ২০০ পাকিস্তানি শিক্ষার্থীর দেশে ফেরার কথা রয়েছে।

এই পদক্ষেপের পেছনে নিরাপত্তাজনিত কারণ, দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন কিংবা সাম্প্রতিক অঞ্চলভিত্তিক উত্তেজনা কোনোটা ভূমিকা রেখেছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি।