ইরানে ইসরায়েলি হামলায় নিহত ৪৫২ জন: এইচআরএএনএ
- সর্বশেষ আপডেট ০৮:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 336
ইরানে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৫২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)। আহত হয়েছেন আরও অন্তত ৬৪৬ জন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে সংস্থাটির বরাতে।
এইচআরএএনএর হিসাব অনুযায়ী, নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক এবং ১০৯ জন সামরিক সদস্য। আহতদের মধ্যে ১৮৮ জন বেসামরিক এবং ১২৩ জন সামরিক বাহিনীর সদস্য বলে জানা গেছে। এছাড়া নিহত ১১৯ জন এবং আহত ৩৩৫ জনের পরিচয় এখনও অস্পষ্ট, ফলে তারা বেসামরিক না সামরিক তা নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের সরকারিভাবে এত হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি। তবে এর আগেও ইসরায়েলের বিমান হামলায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানে বড় পরিসরে প্রাণহানি ও আহতের সংখ্যা বাড়ছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে।
































