ইতালির সীমানা ছাড়িয়ে সিরি ‘আ’, ম্যাচে এশিয়ান রেফারি
- সর্বশেষ আপডেট ০৬:১৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 110
ইতালিয়ান ফুটবলের শীর্ষ লিগ সিরি ‘আ’র একটি ম্যাচ প্রথমবারের মতো দেশের বাইরে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি এসি মিলান ও কোমোর মধ্যকার এই ম্যাচ আয়োজন করা হবে অস্ট্রেলিয়ার পার্থে। বৃহস্পতিবার সিরি ‘আ’র সভাপতি এজিও সিমোনেলি বিষয়টি নিশ্চিত করেন।
অস্ট্রেলিয়ায় সিরি ‘আ’র ম্যাচ আয়োজন ইউরোপীয় ফুটবলের জন্য বিশেষ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের মায়ামিতে লা লিগার একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল বার্সেলোনা ও ভিয়ারিয়ালের। তবে বিভিন্ন ক্লাব ও খেলোয়াড়ের বিরোধিতার কারণে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়।
সিরি ‘আ’র চারটি দল ইতিমধ্যেই সৌদি আরবে ইতালিয়ান সুপার কাপ খেলতে অবস্থান করছে। এ উপলক্ষে রিয়াদে থাকা সভাপতি সিমোনেলি সাংবাদিকদের জানান, ‘মিলান–কোমোর ম্যাচটি ৮ ফেব্রুয়ারি পার্থে অনুষ্ঠিত হবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আমাদের হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে। বিদেশি রেফারি ব্যবহারের বিষয়ে কিছু প্রশ্ন ছিল, তবে ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কোলিনা আমাদের নিশ্চয়তা দিয়েছেন।’
অস্ট্রেলিয়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদস্য। পার্থে এশিয়ান রেফারি ব্যবহারের শর্ত মেনে নিলেও বিপণন ও অন্যান্য কিছু বিষয় এখনো সমাধান হয়নি বলে জানান সিমোনেলি।
ইতালির শীর্ষ লিগটি ১৮৯৮ সালে শুরু হলেও ১৯২৯ সাল থেকে সিরি ‘আ’ নামে পরিচিত। এই লিগের কোনো ম্যাচ এ পর্যন্ত দেশের বাইরে অনুষ্ঠিত হয়নি। এবার প্রথমবারের মতো সিরি ‘আ’র ম্যাচ ইতালি ও ইউরোপ মহাদেশের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর একটি কারণ হলো, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি মিলানের সান সিরো স্টেডিয়ামে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুই দিন পরই কোমোর বিপক্ষে ম্যাচ। যদিও মিলানের ফরাসি ফুটবলার আদ্রিয়েন র্যাবিও ও মাইক মাইনিয়ঁ উল্লেখ করেছেন, ১৩ হাজার কিলোমিটারের বেশি যাতায়াত করে খেলা সমালোচনার বিষয় হতে পারে।



































