ইচ্ছা করে কেউ খারাপ খেলে না: মিরাজ
- সর্বশেষ আপডেট ১০:১৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 114
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিং ব্যর্থতার চরম উদাহরণ দেখিয়েছে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানের ব্যবধানে হেরে যায় টাইগাররা। ফলে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে সিরিজ শেষ করতে হয়েছে লাল-সবুজদের। টি-টোয়েন্টিতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেও ওয়ানডে ফরম্যাটে সেই ছাপ রাখতে ব্যর্থ হয়েছে দলটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যর্থতা স্বীকার করে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, “আসলে আমরা এতটা খারাপ দল না, যতটা খারাপ খেলছি। ভুলগুলো যদি বারবার হয়, তাহলে সামনে আরও কঠিন হবে আমাদের জন্য।”
কোচিং স্টাফদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে মিরাজ বলেন, “সবাই কাজ করছে। ইচ্ছা করে কেউ খারাপ খেলে না। সবাই চেষ্টা করছে ভালো খেলার জন্য। কিন্তু অনেক সময় কিছুই পক্ষে আসে না। আমরা একসাথে খারাপ খেলছি। ব্যাটাররা ৩০-৩৫ রান করেও আউট হয়ে যাচ্ছে। এভাবে আউট হলে জেতা কঠিন। তবু বিশ্বাস রাখি, আমরা এতটা খারাপ দল না।”
অধিনায়ক হিসেবে দলের মানসিক শক্তি ধরে রাখার ওপর জোর দিয়েছেন মিরাজ। তিনি বলেন, “দল হিসেবে আমাদের এখন খারাপ লাগা স্বাভাবিক। দুই দিন বিশ্রাম নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারলে সবাই মানসিকভাবে ফ্রেশ হবে। ব্যাটারদের উন্নতি আনতে হবে, মানসিকভাবে আরও শক্ত হতে হবে। কোচিং স্টাফরা মানসিকভাবে অনেক সহযোগিতা করছেন, আমিও অধিনায়ক হিসেবে সেই দিকটায় মনোযোগ দিচ্ছি।”
দর্শকদের হতাশা নিয়েও কথা বলেন মিরাজ। “যদি ভালো ক্রিকেট খেলতে পারতাম, দর্শকরাও আনন্দ পেত। এখন যেহেতু পারিনি, সবাইকেই দায় নিতে হবে—অধিনায়ক হিসেবেও আমার দায়িত্ব আছে। আমি বিশ্বাস করি আমরা আবারও ফিরে আসব এবং দর্শকদের সামনে ভালো খেলার সুযোগ পাব।”
সাম্প্রতিক ম্যাচগুলোতে বাংলাদেশ দলের ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারছেন না, দলীয় ইনিংসও পুরো ৫০ ওভার টিকছে না। এ বিষয়ে মিরাজ বলেন, “আমাদের টার্গেট থাকবে পুরো ৫০ ওভার ব্যাট করা। শেষ কয়েক ম্যাচে সেটা করতে পারিনি। সামনে সেই লক্ষ্য নিয়েই খেলব।”
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশের পর বাংলাদেশ দল দেশে ফিরে আসছে। পরবর্তী সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
































