ইউনূস সরকারকে ইতিহাস ক্ষমা করবে না: মামুনুল হক
- সর্বশেষ আপডেট ০৬:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 88
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দেশের রাজনৈতিক দৃশ্যপট দুই ভাগে বিভক্ত—একপাশে ৭২’র বাকশালপন্থি, আর অন্যপাশে ২০২৪ সালের বিপ্লবপন্থি শক্তি।
তিনি বলেন, রক্তের সাগর পার হয়ে ২৪ সালের জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদ বিতাড়িত করা হয়েছে, সেই ফ্যাসিবাদ বাংলার মাটিতে পুনরায় ফিরে আসবে না। জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে গণভোট আয়োজন করা জরুরি। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে।
খুলনা মহানগরীর ঐতিহাসিক বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ব্যর্থ হলে ইন্টেরিম সরকার ইতিহাসের দোষ ক্ষমা পাবে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। কলঙ্ক নিয়ে সরকারকে বিদায় নিতে হবে। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা।
সমাবেশ দুপুর ১২টায় অর্থসহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন ক্বারী ইকরামুল কবির। এছাড়া প্রেরণা সাহিত্য সংসদ খুলনা ও নবদান সাংস্কৃতিক সংগঠন ইসলামী গান পরিবেশন করেন।
































