ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আশ্রয়কেন্দ্রে মাটির দেয়াল ধসে এক রোহিঙ্গার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সর্বশেষ আপডেট ০৩:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 169

আশ্রয়কেন্দ্রে মাটির দেয়াল ধসে এক রোহিঙ্গার মৃত্যু

উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে মাটির দেয়াল ধসে পড়ে মোহাম্মদ আয়াস (২০) নামে এক রোহিঙ্গা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন শিশু রোহিঙ্গা, কামাল উদ্দিন (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ০২ জুন ২০২৫ ইং, রাত আনুমানিক ১২:৩০ মিনিটে পাশের একটি আশ্রয় কেন্দ্রের মাটির দেয়াল হঠাৎ বসতঘরে ধসে পড়ে। এতে মোহাম্মদ আয়াস (২০) ও কামাল উদ্দিন (১২) আহত হন। আশেপাশের রোহিঙ্গাদের সহায়তায় দ্রুত তাদের বিডিআরসিএস-পিএইচসি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে কামাল উদ্দিন সুস্থ হয়ে উঠলেও মোহাম্মদ আয়াসকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

নিহত মোহাম্মদ আয়াস (২০)পিতা: আবুল ফয়েজ এফসিএন: ১৪৮৮৬৪ (বোনের কার্ড) সাব-মাঝি: রশিদ | হেড মাঝি: ফরিদ শেল্টার নম্বর: C02E-D03-55A আহত: কামাল উদ্দিন (১২) পিতা: জামাল, মাতা: আরেফা।

স্থানীয় সূত্র আরও জানায়, হতাহত দুইজনই মোহাম্মদ আয়াসের বোনের বাড়িতে অস্থায়ীভাবে অবস্থান করছিল। তারা সম্প্রতি আগত একটি পরিবারের সদস্য, যারা এখনো নিবন্ধন ইউনিট থেকে বায়োমেট্রিক কার্ড সংগ্রহ করতে পারেনি।

উল্লেখ্য,বর্ষা মৌসুমের শুরুতেই আশ্রয় কেন্দ্রে এই ধরণের দুর্ঘটনা রোহিঙ্গা বসবাসকারীদের ঝুঁকির কথাই স্মরণ করিয়ে দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ঘরগুলোর পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আশ্রয়কেন্দ্রে মাটির দেয়াল ধসে এক রোহিঙ্গার মৃত্যু

সর্বশেষ আপডেট ০৩:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে মাটির দেয়াল ধসে পড়ে মোহাম্মদ আয়াস (২০) নামে এক রোহিঙ্গা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন শিশু রোহিঙ্গা, কামাল উদ্দিন (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ০২ জুন ২০২৫ ইং, রাত আনুমানিক ১২:৩০ মিনিটে পাশের একটি আশ্রয় কেন্দ্রের মাটির দেয়াল হঠাৎ বসতঘরে ধসে পড়ে। এতে মোহাম্মদ আয়াস (২০) ও কামাল উদ্দিন (১২) আহত হন। আশেপাশের রোহিঙ্গাদের সহায়তায় দ্রুত তাদের বিডিআরসিএস-পিএইচসি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে কামাল উদ্দিন সুস্থ হয়ে উঠলেও মোহাম্মদ আয়াসকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

নিহত মোহাম্মদ আয়াস (২০)পিতা: আবুল ফয়েজ এফসিএন: ১৪৮৮৬৪ (বোনের কার্ড) সাব-মাঝি: রশিদ | হেড মাঝি: ফরিদ শেল্টার নম্বর: C02E-D03-55A আহত: কামাল উদ্দিন (১২) পিতা: জামাল, মাতা: আরেফা।

স্থানীয় সূত্র আরও জানায়, হতাহত দুইজনই মোহাম্মদ আয়াসের বোনের বাড়িতে অস্থায়ীভাবে অবস্থান করছিল। তারা সম্প্রতি আগত একটি পরিবারের সদস্য, যারা এখনো নিবন্ধন ইউনিট থেকে বায়োমেট্রিক কার্ড সংগ্রহ করতে পারেনি।

উল্লেখ্য,বর্ষা মৌসুমের শুরুতেই আশ্রয় কেন্দ্রে এই ধরণের দুর্ঘটনা রোহিঙ্গা বসবাসকারীদের ঝুঁকির কথাই স্মরণ করিয়ে দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ঘরগুলোর পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।