আশুলিয়ায় হাদি হত্যার বিচার চেয়ে বিক্ষোভ: বাতাসা-মুড়ি বিতরণ
- সর্বশেষ আপডেট ০৬:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 10
আশুলিয়ায় হাদি হত্যার বিচার চেয়ে বিক্ষোভে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। ছবি: বাংলা অ্যাফেয়ার্স
সাভারের আশুলিয়ায় শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় আশুলিয়ার বিভিন্ন স্কুল,কলেজ এবং মাদ্রাসাসার শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি বাইপাইল স্ট্যান্ড থেকে শুরু হয়ে আশুলিয়া থানা রোডের সামনে দিয়ে ঘুরে বাইপাইল সিগন্যালে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবি জানানো হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “শহীদ শরিফ ওসমান বিন হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। বাংলার জমিনে হাদি ভাই হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, কিন্তু বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা হলে সাভার-আশুলিয়ার শিক্ষার্থীরা রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা? ঢাকা-ঢাকা’, ‘গোলামি না আজাদি’আজাদি-আজাদি’ এবং ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ এমন নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সমাবেশ শেষে উপস্থিত সবার মাঝে বাতাসা ও মুড়ি বিতরণ করা হয়। একইসঙ্গে আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন ও প্রচারণা চালায় ছাত্র জনতা।


































