ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিজস্ব প্রতিবদেক, সাভার
  • সর্বশেষ আপডেট ০২:১৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 104

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টায় স্থানীয়রা। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয় ইউনিট কাজ করছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পলমল গার্মেন্টস নামে ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা লিমা খানম বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ছয় ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে কারখানার দ্বিতীয় তলা থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়া শিল্প এলাকার বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২০ মিনিটে পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামে কারখানার আগুন লাগার তথ্য পেয়ে ১২টা ৪০ মিনিটের মধ্যে পৌঁছায় ইউনিট কর্মীরা। তারা আগুন নিয়ন্ত্রণের সময় আরও ৮ ইউনিট যোগ দেয়। আগুনের তীব্রতা কমলেও নিয়ন্ত্রণে আসেনি। পানি সঙ্কটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। পার্শ্ববর্তী একটি পোশাক কারখানা ও একটি পুকুর থেকে পানির ব্যবস্থা করা হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড, জিরাবো ফায়ার সার্ভিসসহ ৯টি ইউনিট কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সর্বশেষ আপডেট ০২:১৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয় ইউনিট কাজ করছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পলমল গার্মেন্টস নামে ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা লিমা খানম বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ছয় ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে কারখানার দ্বিতীয় তলা থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়া শিল্প এলাকার বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২০ মিনিটে পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামে কারখানার আগুন লাগার তথ্য পেয়ে ১২টা ৪০ মিনিটের মধ্যে পৌঁছায় ইউনিট কর্মীরা। তারা আগুন নিয়ন্ত্রণের সময় আরও ৮ ইউনিট যোগ দেয়। আগুনের তীব্রতা কমলেও নিয়ন্ত্রণে আসেনি। পানি সঙ্কটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। পার্শ্ববর্তী একটি পোশাক কারখানা ও একটি পুকুর থেকে পানির ব্যবস্থা করা হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড, জিরাবো ফায়ার সার্ভিসসহ ৯টি ইউনিট কাজ করছে।