আরডিজেএ নির্বাচনে সভাপতি বাতেন বিপ্লব, সাধারণ সম্পাদক ইমন
- সর্বশেষ আপডেট ০৯:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 181
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) এর দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি পদে বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) এবং সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সভাপতি পদে বাতেন বিপ্লব ৭৭ ভোট পান, নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান ৪৪ ভোট পেয়ে হন।
বেশিরভাগ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক এবং দপ্তর সম্পাদক পদে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হন সংশ্লিষ্ট প্রার্থীরা।
কার্য নির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এম.জে ইসলাম, আবুল কাশেম আজাদ ও আরিফ চৌধুরী পলাশ। এতে সর্বাধিক ভোট পেয়ে আরিফ চৌধুরী পলাশ প্রথম, এম.জে ইসলাম দ্বিতীয় এবং আবুল কাশেম আজাদ তৃতীয় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক দূররানী ও নির্বাচন কমিশনের সদস্য মাসুদ আহমেদ ও সামসুজ্জামান জোহা।





































