সাবেক প্রতিমন্ত্রী পলক
আমি নির্দোষ, কোনো অপরাধ করিনি
- সর্বশেষ আপডেট ০৩:০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 197
হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির হয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, “আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি।”
বুধবার সকালে তাকে ঢাকা মহানগর আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার পরনে ছিল বেগুনি রঙের টি-শার্ট, কোমরে ব্যাকপেইনের জন্য ব্যবহৃত বেল্ট, মাথায় হেলমেট এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট। পুলিশের হেফাজতে থাকাকালীন আদালতের কাঠগড়ায় তোলা হয় তাকে। এজলাসে বিচারক আসার সময় তিনি নিশ্চুপ থাকলেও পরে আইনজীবীর সঙ্গে নিজের চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন।
পলকের আইনজীবী জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্যাকপেইনে ভুগছেন এবং থেরাপি প্রয়োজন হলেও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না।
একই মামলায় গ্রেপ্তার ইনু, কামাল মজুমদারসহ চারজন
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহকেও একই দিনে গ্রেপ্তার দেখানো হয়।
মামলাগুলো জুলাই ২০২৪-এর অভ্যুত্থান-পরবর্তী সহিংসতা কেন্দ্র করে করা হয়েছে। রমজান মিয়া হত্যা মামলা: ১৯ জুলাই রামপুরায় আন্দোলনরত অবস্থায় রমজান মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আলভী হত্যা মামলা: ৪ আগস্ট মিরপুরে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শামিম মিয়া হত্যাচেষ্টা মামলা: ১৯ জুলাই ভাটারায় আন্দোলনের সময় শামিম মিয়া গুলিবিদ্ধ হন এবং পরে মামলা করেন।
রাষ্ট্রপক্ষ জানায়, তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ চারজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আদালতে হাজিরকালে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে হাস্যোজ্জ্বল দেখা যায়। এ সময় আদালত চত্বরে উপস্থিত জনতা চিৎকার করে বলেন, “হাসে, শরম নাই? দেশের সম্পদ লুট করেছে।” কিন্তু তিনি মুচকি হাসি দিয়ে সাড়া দেন।































