পরীমণির কড়া বার্তা
আমার মেয়ে কোনো ব্যবসার উপকরণ না
- সর্বশেষ আপডেট ১১:৪৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 120
চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি নিজের সন্তানদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও অতিরিক্ত কৌতূহলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একাধিক ফেসবুক পোস্ট ও কমেন্টে দাবি করা হচ্ছিল, তিনি নাকি তার দত্তক কন্যা প্রিয়মকে পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছেন। এছাড়া অনেকেই অভিযোগ তুলেছেন, তিনি তার নিজের ছেলে পদ্মকে তো নিয়মিত সামাজিক মাধ্যমে দেখান, কিন্তু মেয়েকে খুব একটা আনেন না। এসব নিয়ে রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পরী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে নাক গলানো একদমই কাম্য নয়। ভিডিওটিতে দেখা যায়, তিনি দুই সন্তানকে খাওয়াচ্ছেন।

পোস্টে পরীমণি লেখেন, “কয়েকদিন ধরে লক্ষ্য করছি, কিছু মানুষ আমার মেয়েকে নিয়ে অযথা চিন্তিত। তারা পোস্ট দিচ্ছে, আমাকে ট্যাগ করছে, এমনকি কমেন্ট করছে ‘আপনার দত্তক মেয়েকে তো দেখি না’, ‘কই সেই দত্তক মেয়ে!’ এরকম অনেক কিছু। ভাই, আগে বুঝে নেন; মেয়েটা আমার। কথায় কথায় ‘দত্তক’ বলে এদের কী আনন্দ হয়, বুঝি না।”
তিনি আরও লেখেন, “আমার মেয়ের ছবি বা ভিডিও দিলেই কিছু ‘মাথামোটা’ লোক সেটা দিয়ে কন্টেন্ট বানায়। ‘দত্তক’ শব্দটা দিয়ে ক্যাপশন দেয় আর ভিউ কামানোর চেষ্টা করে। শুনে রাখেন; আমার মেয়ে কোনো ব্যবসার উপকরণ না। এটা এবার ভালো করে বুঝে নেন।”
পরীমণির মতে, সন্তানদের ছবি বা ভিডিও তিনি নিজের ইচ্ছেমতো শেয়ার করবেন। তিনি লেখেন, “আমার ইচ্ছা হলে ছবি দেব, ইচ্ছা না হলে দেব না। এই সহজ কথা বুঝে নেন। কমেন্টে কমেন্টে আমার বাচ্চাদের খোঁজা বন্ধ করেন। আমি কী বাচ্চাদের খালে ফেলে দিয়েছি নাকি? হাহা! খুশি?”
নিজের সংসার ও সন্তান লালন-পালনের প্রসঙ্গে তিনি জানান, “আমি এখন দুই বাচ্চাকে নিজ হাতে মানুষ করছি। শুটিং বা শারীরিকভাবে অসুস্থ না থাকলে আমি নিজেই রান্না করি, খাওয়াই, দেখাশোনা করি। শুধু আমার সন্তানদের জন্য না; এর আগেও নানা ভাইয়ের যত্ন করেছি, রান্না করেছি।”

সবশেষে তিনি বলেন, “আমরা যারা শোবিজে কাজ করি, তাদের জীবনও অনেক সাদামাটা। আপনাদের মতোই। বাড়িতে চুলে তেল দিয়ে আরাম করে থাকি, ঘরের সব কাজ করি। আমার সন্তানেরাও আমার জীবনের স্বাভাবিক অংশ; তাদের নিয়েও অতিরিক্ত মাতামাতি সহ্য করবো না।”
পরীমণি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সন্তানদের নিয়ে সামাজিক মাধ্যমে অযথা গুজব বা ট্রল তিনি আর মেনে নেবেন না। সন্তানদের ‘দত্তক’ হিসেবে চিহ্নিত করে ট্রেন্ড বা ভিউ বাড়ানোর চেষ্টা যারা করেন, তাদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়েছেন; “আমার সন্তান কোনো কন্টেন্ট না।”































