আমার এখনও অনেক স্বপ্ন বাকি : ভিনিসিয়ুস
- সর্বশেষ আপডেট ১১:০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / 296
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র এখন ছুটিতে থাকলেও থেমে নেই তার ভাবনা। নতুন মৌসুম শুরুর আগে ‘জিকিউ স্পেন’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন নিজের স্বপ্ন, লক্ষ্য ও অনুপ্রেরণার গল্প।
ভিনিসিয়ুস বলেন, “ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছি, তবে আমার এখনও অনেক স্বপ্ন বাকি। আমি ক্লাবের হয়ে আরও ট্রফি জিততে চাই, জাতীয় দলের হয়ে বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চাই এবং নতুন প্রজন্মকে তাদের ওপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করতে চাই।”
তিনি জানান, তার সবচেয়ে বড় স্বপ্ন হলো এমন একটি উত্তরাধিকার রেখে যাওয়া যা ফুটবলের গণ্ডি ছাড়িয়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে, ব্রাজিলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তার কাজকে তিনি খুবই গুরুত্ব দেন।
ভিনিসিয়ুস বলেন, “বিশ্বের সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং আমার প্রিয় দেশ ব্রাজিলের জার্সিতে খেলা আজও আমার কাছে স্বপ্নের মতো। আমি জানি, আমার যাত্রা অনেকের অনুপ্রেরণা—বিশেষ করে সেই শিশুদের, যারা আমার মতো এক কঠিন বাস্তবতা থেকে উঠে আসছে।”
তিনি আরও বলেন, “আমার গল্প যদি একজন মানুষকেও তার স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহায্য করে, সেটাই আমার জন্য অনেক কিছু। আমি সব সময় মনে রাখি, আমি যখন মাঠে নামি, তখন শুধু নিজের জন্য নয়, বরং আমার দল, আমার দেশ এবং আমার পরিবারের প্রতিনিধিত্ব করি। এটা কখনোই হালকাভাবে নিই না।”
































