আমরা কোনো ভুল করতে চাই না: চরমোনাই পীর
- সর্বশেষ আপডেট ০৯:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 70
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মানবতার মুক্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসলামপ্রেমীরা মাঠে নেমেছে। তিনি বলেন, “আমরা কোনো ভুল করতে চাই না। দেশের মানুষ ইসলামপন্থী ও দেশপ্রেমিক নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায়।”
শুক্রবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিত ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলমসহ অন্যান্য নেতারা। সম্মেলনে ২০২৫–২৬ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়—মুনতাছির আহমদ সভাপতি এবং সুলতান মাহমুদকে সেক্রেটারি করা হয়।
সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট নেয়ামত উল্লাহ ফরিদী বলেন, সরকার গণভোট আয়োজন করতে ব্যর্থ হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। তার মতে, স্বাধীনতার পর দেশের শাসকদের ভাগ্য বদলালেও সাধারণ মানুষের বাস্তব পরিস্থিতির উন্নতি হয়নি।
সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করা হয়েছে এবং বহু ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে সংসদ তার গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জাতীয় নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে, সময় পেছানোর সুযোগ নেই। তিনি সতর্ক করেন, নির্বাচনে সরকারি প্রশাসনের কেউ পক্ষপাতমূলক আচরণ করলে তাদের তালিকা তৈরি করে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে।
































