ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবুধাবি টি-টেন লিগে এবার নেতৃত্বও পেলেন সাকিব

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 155

সাকিব আল হাসান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৩ মাস দূরে থাকলেও সাকিব আল হাসানের প্রতিযোগিতামূলক ক্রিকেটের ব্যস্ততা থেমে নেই। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পর এবার তিনি খেলবেন সংযুক্ত আরব আমিরাতে, যেখানে পেয়েছেন অধিনায়কত্বও।

২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগে সাকিব রয়্যাল চ্যাম্পসের হয়ে অংশগ্রহণ করবেন। ফেসবুকে রয়্যাল চ্যাম্পস ৩০ সেকেন্ডের একটি ভিডিওবার্তায় তাঁকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, “অপেক্ষার অবসান। অবশেষে খুঁজে পাওয়া গেল রাজাকে। সাকিব আল হাসান রয়্যাল চ্যাম্পসকে নেতৃত্ব দেবেন। সত্যিকারের চ্যাম্পিয়ন, নির্ভীক যোদ্ধা ও রয়্যাল চ্যাম্পসের অভিজাত অধিনায়ক।”

এর আগে আবুধাবি টি-টেন লিগে সাকিব খেলেছেন বাংলা টাইগার্সের হয়ে ২০২৪ সালে। এবার নতুন দল রয়্যাল চ্যাম্পসে যোগ পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি বলেছেন, “রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে পেরে এবং আবুধাবি টি-টেন লিগে খেলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই নতুন সংস্করণটি খুবই রোমাঞ্চকর। আমি দলের জন্য আমার সেরাটা দিতে চাই। এই টুর্নামেন্টে ভালো করার জন্য শক্তি, গতি, তীক্ষ্ণতা এবং দলগত পারফরম্যান্স দরকার। আমি বিশ্বাস করি, আমরা টুর্নামেন্টে ভালো করতে পারব।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আবুধাবি টি-টেন লিগে এবার নেতৃত্বও পেলেন সাকিব

সর্বশেষ আপডেট ০৪:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৩ মাস দূরে থাকলেও সাকিব আল হাসানের প্রতিযোগিতামূলক ক্রিকেটের ব্যস্ততা থেমে নেই। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পর এবার তিনি খেলবেন সংযুক্ত আরব আমিরাতে, যেখানে পেয়েছেন অধিনায়কত্বও।

২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগে সাকিব রয়্যাল চ্যাম্পসের হয়ে অংশগ্রহণ করবেন। ফেসবুকে রয়্যাল চ্যাম্পস ৩০ সেকেন্ডের একটি ভিডিওবার্তায় তাঁকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, “অপেক্ষার অবসান। অবশেষে খুঁজে পাওয়া গেল রাজাকে। সাকিব আল হাসান রয়্যাল চ্যাম্পসকে নেতৃত্ব দেবেন। সত্যিকারের চ্যাম্পিয়ন, নির্ভীক যোদ্ধা ও রয়্যাল চ্যাম্পসের অভিজাত অধিনায়ক।”

এর আগে আবুধাবি টি-টেন লিগে সাকিব খেলেছেন বাংলা টাইগার্সের হয়ে ২০২৪ সালে। এবার নতুন দল রয়্যাল চ্যাম্পসে যোগ পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি বলেছেন, “রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে পেরে এবং আবুধাবি টি-টেন লিগে খেলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই নতুন সংস্করণটি খুবই রোমাঞ্চকর। আমি দলের জন্য আমার সেরাটা দিতে চাই। এই টুর্নামেন্টে ভালো করার জন্য শক্তি, গতি, তীক্ষ্ণতা এবং দলগত পারফরম্যান্স দরকার। আমি বিশ্বাস করি, আমরা টুর্নামেন্টে ভালো করতে পারব।”