আবারও টেস্টে বাংলাদেশের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত!
- সর্বশেষ আপডেট ১০:৩২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 128
শ্রীলঙ্কার বিপক্ষে জুন মাসে সর্বশেষ টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে হঠাৎ করেই টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। সেই থেকে বাংলাদেশ আর কোনো টেস্ট না খেলায় নেতৃত্বের আসনও খালি ছিল। অবশেষে নানা জল্পনা-কল্পনা কাটিয়ে আবারও টেস্ট দলের অধিনায়ক হিসেবে ফিরছেন শান্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, শান্ত টেস্ট দলের নেতৃত্বে ফিরতে রাজি হয়েছেন। প্রথমে তিনি দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করলেও পরবর্তীতে বোর্ডের এক প্রভাবশালী পরিচালক—যিনি নিজেও সাবেক ক্রিকেটার—তার সঙ্গে কথা বলে তাকে রাজি করাতে সক্ষম হন।
শান্ত অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই নতুন টেস্ট অধিনায়ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। অনেকেই ভেবেছিলেন, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে দায়িত্ব যেতে পারে। আবার লিটন দাসও ছিলেন সম্ভাব্য প্রার্থীদের মধ্যে। শেষ পর্যন্ত দুজনকেই পেছনে ফেলে আবারও লাল বলের ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ শুরু থেকেই শান্তকে ফেরাতে চেষ্টায় ছিল। তবে তারা ব্যর্থ হলে নতুন পরিচালককে দায়িত্ব দেওয়া হয় আলোচনার জন্য। কয়েকদিনের আলাপ-আলোচনার পর শান্ত সম্মতি দেন। যদিও তিনি কত দিনের জন্য অধিনায়ক থাকবেন তা এখনো নির্ধারিত হয়নি, তবে ধারণা করা হচ্ছে—এই মেয়াদ আগের তুলনায় দীর্ঘ হবে।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে টেস্ট অধিনায়কত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিটন দাস বলেন, “টেস্ট দলের অধিনায়ক হওয়া যেকোনো ক্রিকেটারের জন্য বড় সম্মানের বিষয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বোর্ডের কাছ থেকে আমি কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি।”
সবশেষে বোর্ড সূত্র জানাচ্ছে, শান্তর নেতৃত্বে নতুন টেস্ট মৌসুমে দলকে আরও সংগঠিত ও পরিকল্পিতভাবে গড়ার লক্ষ্য নিয়েই সামনে এগোবে বাংলাদেশ।



































