আবারও গতি পাচ্ছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প
- সর্বশেষ আপডেট ১১:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 82
দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা, নাম পরিবর্তন ও আইনি সংশোধনের ধাপ অতিক্রমের পর আবারও গতি ফিরে পেয়েছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের বহুল প্রত্যাশিত প্রকল্প। স্থবির হয়ে পড়া উদ্যোগে নতুন প্রাণ ফিরেছে সম্প্রতি জারি হওয়া সরকারি অনুমোদনপত্র, মাঠপর্যায়ের পদক্ষেপ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত অগ্রগতিতে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) খুলনায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রকল্পের সর্বশেষ অবস্থা, জমি অধিগ্রহণ, মাস্টার প্ল্যান এবং অবকাঠামো নির্মাণের আগাম প্রস্তুতি তুলে ধরেন দায়িত্বশীলরা।
উপাচার্য অধ্যাপক ডা. রুহুল আমিন বলেন, সবার প্রচেষ্টায় প্রকল্পের জটিলতা দূর হয়েছে। আমরা দ্রুত কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি, অতীতের মতো সবার সহযোগিতা চাই।
বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনুযায়ী ৫০ একর জমির মধ্যে সাড়ে ১৪ একর স্থাপনা, ৯ একর সড়ক, ৪.৯১ একর ফুটপাথ, ১.৩৬ একর জলাশয় এবং প্রায় ২০ একর সবুজায়নে রাখা হবে। মোট ব্যয়ের প্রায় ২৭ শতাংশ জমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়নে ব্যয় হবে, যার মধ্যে ৪৮২ কোটি টাকা জমি অধিগ্রহণে এবং ২১ কোটি টাকা ভূমি উন্নয়নে বরাদ্দ।
নতুন বিশ্ববিদ্যালয়ে থাকবে ৮টি অনুষদ। এগুলো হলো মেডিসিন, সার্জারি, বেসিক ও প্যারাক্লিনিক্যাল সাইন্স, ডেন্টাল, নার্সিং, বায়োটেকনোলজি ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল টেকনোলজি এবং প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। স্নাতক পর্যায়ের পাশাপাশি এমডি, এমএস ও এমফিল কোর্সও চালু হবে।


































