ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৪৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 59

আফগানিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলার দপ্তরগুলোতে এ–সংক্রান্ত তারবার্তা পাঠিয়েছে। সেখানে জানানো হয়েছে, আফগান নাগরিকদের কোনো ধরনের মার্কিন ভিসা দেওয়া যাবে না এবং যেসব আবেদন প্রক্রিয়াধীন আছে, সেগুলোও তাৎক্ষণিকভাবে স্থগিত রাখতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারকো রুবিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লিখেছেন, আফগান পাসপোর্টধারীদের জন্য ভিসা ইস্যু বন্ধ করছে প্রেসিডেন্ট ট্রাম্পের স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

গত বুধবার ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালান আফগানিস্তানের নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল। হামলায় গুরুতর আহত দুজনের একজন পরে হাসপাতালে মারা যান। ঘটনার পরপরই জানা যায়, লাকনওয়াল একসময় আফগানিস্তানে মার্কিন–ন্যাটো বাহিনীর অভিযানে সিআইএ-এর সহযোগী হিসেবে কাজ করতেন। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমতিতে তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় পান।

হামলার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানায়, নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করা আফগানদের সব আবেদন বাতিল করা হয়েছে। শনিবার বিশ্বব্যাপী দূতাবাসে পাঠানো নির্দেশনায় এ সিদ্ধান্ত আরও আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আফগানিদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

সর্বশেষ আপডেট ১০:৪৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

আফগানিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলার দপ্তরগুলোতে এ–সংক্রান্ত তারবার্তা পাঠিয়েছে। সেখানে জানানো হয়েছে, আফগান নাগরিকদের কোনো ধরনের মার্কিন ভিসা দেওয়া যাবে না এবং যেসব আবেদন প্রক্রিয়াধীন আছে, সেগুলোও তাৎক্ষণিকভাবে স্থগিত রাখতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারকো রুবিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লিখেছেন, আফগান পাসপোর্টধারীদের জন্য ভিসা ইস্যু বন্ধ করছে প্রেসিডেন্ট ট্রাম্পের স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

গত বুধবার ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালান আফগানিস্তানের নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল। হামলায় গুরুতর আহত দুজনের একজন পরে হাসপাতালে মারা যান। ঘটনার পরপরই জানা যায়, লাকনওয়াল একসময় আফগানিস্তানে মার্কিন–ন্যাটো বাহিনীর অভিযানে সিআইএ-এর সহযোগী হিসেবে কাজ করতেন। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমতিতে তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় পান।

হামলার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানায়, নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করা আফগানদের সব আবেদন বাতিল করা হয়েছে। শনিবার বিশ্বব্যাপী দূতাবাসে পাঠানো নির্দেশনায় এ সিদ্ধান্ত আরও আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।