ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাচ্ছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 5

বিসিবি-আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইসিসির অভ্যন্তরীণ আপিল প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এটি নিরাপত্তাজনিত কারণের প্রতিফলন এবং দেশের সর্বোচ্চ স্বার্থে নেওয়া সিদ্ধান্ত।

বাংলাদেশ আগে নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি বোর্ডের ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে হুমকির মাত্রা কম থেকে মাঝারি হিসেবে ধরা হলে ভারতের ভেন্যুতেই ম্যাচ রাখার সিদ্ধান্ত নেন আইসিসি।

বিসিবি আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটিতে (ডিআরসি) আবেদন করে হলেও, কমিটির কার্যপরিধির কারণে সিদ্ধান্ত শুনানির পর্যায়ে গ্রহণ করা হয়নি। সূত্রের মতে, ডিআরসিতে ব্যর্থতার পর একমাত্র আন্তর্জাতিক আইনি পথ হিসেবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হচ্ছে বিসিবি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইনি পদক্ষেপ নেয়ার বিষয়টি আগে না জানিয়ায় আইসিসি বোর্ডের মধ্যে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইসিসি ইতোমধ্যে সম্ভাব্য বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলেছে।

ডিআরসি মূলত আইসিসি বোর্ডের সিদ্ধান্ত নিয়ম মেনে নেওয়া হয়েছে কি না তা যাচাই করে, এটি কোনো আপিল আদালত নয়। ২০১৮ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ৭ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবিও এই কমিটি খারিজ করেছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাচ্ছে বিসিবি

সর্বশেষ আপডেট ০৫:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইসিসির অভ্যন্তরীণ আপিল প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এটি নিরাপত্তাজনিত কারণের প্রতিফলন এবং দেশের সর্বোচ্চ স্বার্থে নেওয়া সিদ্ধান্ত।

বাংলাদেশ আগে নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি বোর্ডের ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে হুমকির মাত্রা কম থেকে মাঝারি হিসেবে ধরা হলে ভারতের ভেন্যুতেই ম্যাচ রাখার সিদ্ধান্ত নেন আইসিসি।

বিসিবি আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটিতে (ডিআরসি) আবেদন করে হলেও, কমিটির কার্যপরিধির কারণে সিদ্ধান্ত শুনানির পর্যায়ে গ্রহণ করা হয়নি। সূত্রের মতে, ডিআরসিতে ব্যর্থতার পর একমাত্র আন্তর্জাতিক আইনি পথ হিসেবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হচ্ছে বিসিবি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইনি পদক্ষেপ নেয়ার বিষয়টি আগে না জানিয়ায় আইসিসি বোর্ডের মধ্যে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইসিসি ইতোমধ্যে সম্ভাব্য বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলেছে।

ডিআরসি মূলত আইসিসি বোর্ডের সিদ্ধান্ত নিয়ম মেনে নেওয়া হয়েছে কি না তা যাচাই করে, এটি কোনো আপিল আদালত নয়। ২০১৮ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ৭ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবিও এই কমিটি খারিজ করেছিল।