আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে, বাইপাইল নয়
- সর্বশেষ আপডেট ০৫:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 507
নরসিংদীতে শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে আবারও কম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজকের কম্পন শুক্রবারের থেকে অনেক দুর্বল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। তাই বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রথমে ওয়েবসাইটে দেখা যায়, আজকের কম্পনের উৎপত্তি গাজীপুরের বাইপাইলে হয়েছে। তবে পরবর্তীতে তথ্য হালনাগাদ হলে দেখা যায়, কম্পনের প্রকৃত উৎস নরসিংদীর পলাশ। ঢাকার দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার হলেও অবস্থানগত দিকের ভিত্তিতে এটি নরসিংদীর মাধবদীর কাছাকাছি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ও শনিবারের দুটি ভূমিকম্পই একই গভীরতায় হয়েছে। টানা দুই দিনের কম্পন রাজধানী ও আশপাশের মানুষকে ভূমিকম্প ঝুঁকির কথা মনে করিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মাধবদী–পলাশ অঞ্চলে ভূতাত্ত্বিক চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে কি না, তা নিয়ে পর্যবেক্ষণ চালানো প্রয়োজন।
































