ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ইরানের তরুণ বিক্ষোভকারী

আজই এরফান সোলতানির ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 67

ইরানের কারাজে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড আজ বুধবার (১৪ জানুয়ারি) কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নরওয়েভিত্তিক হিউম্যান রাইটস সংস্থা হেনগো নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি ইরান ও কুর্দিস্তানের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে।

এরফানকে গত বৃহস্পতিবার তেহরানের উত্তর-পশ্চিমের শহর কারাজ থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে শহরে বিক্ষোভ তুঙ্গে থাকায় ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছিল। এক সপ্তাহের কম সময়ের মধ্যে তাঁর বিচার সম্পন্ন হয়ে দোষী সাব্যস্ত করা এবং মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরফানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, ইরানি কর্তৃপক্ষ আবারও ‘ভিন্নমত দমন করার উদ্দেশ্যে দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ড কার্যকর’ করতে পারে।

সংস্থাটি জানিয়েছে, ১১ জানুয়ারি ইরানি কর্মকর্তারা এরফানের পরিবারকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়টি জানিয়েছিলেন। বিক্ষোভ ও ইন্টারনেট বন্ধ থাকায় বৃহস্পতিবার থেকে এরফান তার প্রিয়জনদের সঙ্গে যোগাযোগও করতে পারেননি।

পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চীনের পর ইরানে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস গ্রুপ জানায়, গত বছরে অন্তত ১ হাজার ৫০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের তরুণ বিক্ষোভকারী

আজই এরফান সোলতানির ফাঁসি

সর্বশেষ আপডেট ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

ইরানের কারাজে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড আজ বুধবার (১৪ জানুয়ারি) কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নরওয়েভিত্তিক হিউম্যান রাইটস সংস্থা হেনগো নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি ইরান ও কুর্দিস্তানের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে।

এরফানকে গত বৃহস্পতিবার তেহরানের উত্তর-পশ্চিমের শহর কারাজ থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে শহরে বিক্ষোভ তুঙ্গে থাকায় ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছিল। এক সপ্তাহের কম সময়ের মধ্যে তাঁর বিচার সম্পন্ন হয়ে দোষী সাব্যস্ত করা এবং মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরফানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, ইরানি কর্তৃপক্ষ আবারও ‘ভিন্নমত দমন করার উদ্দেশ্যে দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ড কার্যকর’ করতে পারে।

সংস্থাটি জানিয়েছে, ১১ জানুয়ারি ইরানি কর্মকর্তারা এরফানের পরিবারকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়টি জানিয়েছিলেন। বিক্ষোভ ও ইন্টারনেট বন্ধ থাকায় বৃহস্পতিবার থেকে এরফান তার প্রিয়জনদের সঙ্গে যোগাযোগও করতে পারেননি।

পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চীনের পর ইরানে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস গ্রুপ জানায়, গত বছরে অন্তত ১ হাজার ৫০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।