আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাই গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৫:৩৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / 721
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল রইচ সেরনিয়াবাতের ভাই রাজিব সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১৪ আগস্ট রাতে গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ বাড়িতে কাঙ্গালী ভোজের রান্নার প্রস্তুতি চলছিল। এ সময় এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মৃত সেকেন্দার আলী সেরনিয়াবাতের ছেলে রাজিব সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়।
রাজিব সেরনিয়াবাতের বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে আওয়ামী লীগ নেতা-কর্মীরা মারধর, মোটরসাইকেল ভাঙচুর ও ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি তিনি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে তাকে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।



































