ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগারগাঁও–শাহবাগ রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 115

আগারগাঁও–শাহবাগ রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রাজধানীর আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, বুধবার রাত সাড়ে ১২টার মধ্যেই যান্ত্রিক সমস্যার সমাধান করা হয়, ফলে আজ সকাল থেকে নির্বিঘ্নে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে বুধবার রাত ৯টা ১০ মিনিটে মেট্রোরেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছিলেন এমআরটি-৬ প্রকল্পের উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি।

উল্লেখ্য, এর কয়েক দিন আগে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট স্টেশন সংলগ্ন এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আংশিকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে উত্তরা থেকে আগারগাঁও ও মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল চালু করা হয়।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল সম্পূর্ণ নিরাপত্তা বিধি অনুসরণ করে পরিচালিত হচ্ছে। যাত্রীদের আতঙ্কিত না হয়ে নিশ্চিন্তে মেট্রোরেল ব্যবহার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আগারগাঁও–শাহবাগ রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

সর্বশেষ আপডেট ১১:১৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

রাজধানীর আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, বুধবার রাত সাড়ে ১২টার মধ্যেই যান্ত্রিক সমস্যার সমাধান করা হয়, ফলে আজ সকাল থেকে নির্বিঘ্নে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে বুধবার রাত ৯টা ১০ মিনিটে মেট্রোরেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছিলেন এমআরটি-৬ প্রকল্পের উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি।

উল্লেখ্য, এর কয়েক দিন আগে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট স্টেশন সংলগ্ন এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আংশিকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে উত্তরা থেকে আগারগাঁও ও মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল চালু করা হয়।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল সম্পূর্ণ নিরাপত্তা বিধি অনুসরণ করে পরিচালিত হচ্ছে। যাত্রীদের আতঙ্কিত না হয়ে নিশ্চিন্তে মেট্রোরেল ব্যবহার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।