আগামী নির্বাচনে পরিবর্তন অপরিহার্য: চরমোনাই পীর
- সর্বশেষ আপডেট ০৭:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 68
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম জানিয়েছেন, তিনি কোথাও নির্বাচনে অংশ না নেওয়ায় মন্ত্রী হওয়ার প্রশ্নই আসে না। তবে তার সব প্রচেষ্টার মূল লক্ষ্য—দেশকে একটি উত্তরণের পথে এগিয়ে নেওয়া। তিনি বলেন, দীর্ঘ ৫৪ বছর পর জাতির সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে, আর তা কাজে লাগাতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম কঠোর সমালোচনা করবে।
বৃহস্পতিবার চরমোনাই দরবার শরীফে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের উলামা-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর আরও বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতির পথে ঠেলে দিয়েছিল, তারা আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। তার মন্তব্য—বাংলাদেশের জনগণ আর পুরোনো নেতৃত্বকে নতুন সাজে দেখতে চায় না; তাই আসন্ন জাতীয় নির্বাচনে পরিবর্তন অনিবার্য।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি হিসেবে মুফতি মিজানুর রহমান সাঈদের নাম ঘোষণা করা হয়।
































