ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 5

নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় টাইগারদের বদলে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। সবশেষে আনুষ্ঠানিকভাবে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি।

শনিবার (২৪ জানুয়ারি) বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভায় বসেছিলেন বিসিবি পরিচালকরা। সভা শেষে সাংবাদিকদের বিশ্বকাপ প্রসঙ্গে আইসিসির সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন।

তিনি বলেছেন, ‘বিশ্বকাপেরটা পুরো নিরাপত্তার বিষয়। এমনটা আগে হয়ত হয়নি, এবার হয়েছে। বোর্ড থেকে বিবৃতি শুনেছেন নিরাপত্তার কারণে ভারতে আমাদের খেলা নিরাপদ না। একাধিকবার তাদের (আইসিসি) সাথে মিটিং হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিও ছিলেন। তারা বলেছেন সূচি বদল সম্ভব না।’

আইসিসির সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়ে বিসিবি পরিচালক আরও বলেন, ‘সরকার থেকে সিদ্ধান্ত আসে, সূচি বদল না হলে ভারতে গিয়ে (বাংলাদেশের) খেলা সম্ভব হবে না। আইসিসিকে আমরা বিনয়ের সাথে জানিয়েছি, এই সূচি অনুযায়ী আমাদের খেলা সম্ভব না। আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। ভারতে গিয়ে খেলতে পারছি না আমরা, এখানে আলাদা কোনো ব্যাপারে আমরা যাচ্ছি না।’

সংবাদ সম্মেলনে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না, নিরাপত্তা ঝুঁকির জন্য। বিসিবি, বিসিসিআই, আইসিসি একেকটা প্রতিষ্ঠান। আমরা সরকারকে বলার পর তথ্য, পররাষ্ট্র, যুব ও ক্রীড়া এবং আইন চারটা মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘এখানে আপনারা অনেকে আছেন, সমর্থকরা আছে। তাদের সবার কথা ভাবতে হয়েছে। সরকার সবার কথা ভেবে ঝুঁকি নিতে চাচ্ছে না। বিসিসিআই কোনো রাষ্ট্র না। রাষ্ট্র টু রাষ্ট্র যখন কথা হয়েছে, আমরা সেরকম কিছু (নিরাপত্তা) পাইনি। আমরা কখনও বলিনি আমরা খেলতে চাইনি।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি

সর্বশেষ আপডেট ১১:১৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় টাইগারদের বদলে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। সবশেষে আনুষ্ঠানিকভাবে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি।

শনিবার (২৪ জানুয়ারি) বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভায় বসেছিলেন বিসিবি পরিচালকরা। সভা শেষে সাংবাদিকদের বিশ্বকাপ প্রসঙ্গে আইসিসির সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন।

তিনি বলেছেন, ‘বিশ্বকাপেরটা পুরো নিরাপত্তার বিষয়। এমনটা আগে হয়ত হয়নি, এবার হয়েছে। বোর্ড থেকে বিবৃতি শুনেছেন নিরাপত্তার কারণে ভারতে আমাদের খেলা নিরাপদ না। একাধিকবার তাদের (আইসিসি) সাথে মিটিং হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিও ছিলেন। তারা বলেছেন সূচি বদল সম্ভব না।’

আইসিসির সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়ে বিসিবি পরিচালক আরও বলেন, ‘সরকার থেকে সিদ্ধান্ত আসে, সূচি বদল না হলে ভারতে গিয়ে (বাংলাদেশের) খেলা সম্ভব হবে না। আইসিসিকে আমরা বিনয়ের সাথে জানিয়েছি, এই সূচি অনুযায়ী আমাদের খেলা সম্ভব না। আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। ভারতে গিয়ে খেলতে পারছি না আমরা, এখানে আলাদা কোনো ব্যাপারে আমরা যাচ্ছি না।’

সংবাদ সম্মেলনে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না, নিরাপত্তা ঝুঁকির জন্য। বিসিবি, বিসিসিআই, আইসিসি একেকটা প্রতিষ্ঠান। আমরা সরকারকে বলার পর তথ্য, পররাষ্ট্র, যুব ও ক্রীড়া এবং আইন চারটা মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘এখানে আপনারা অনেকে আছেন, সমর্থকরা আছে। তাদের সবার কথা ভাবতে হয়েছে। সরকার সবার কথা ভেবে ঝুঁকি নিতে চাচ্ছে না। বিসিসিআই কোনো রাষ্ট্র না। রাষ্ট্র টু রাষ্ট্র যখন কথা হয়েছে, আমরা সেরকম কিছু (নিরাপত্তা) পাইনি। আমরা কখনও বলিনি আমরা খেলতে চাইনি।’