ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধান্ত পুনর্বিবেচনার আইসিসির অনুরোধের মুখে অনড় বিসিবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 57

বিসিবি-আইসিসি।

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে ম্যাচ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় রইল, যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী)বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

বিসিবি পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠকে বিসিবি আবারও বলেছে, ভারতের মাটিতে ম্যাচ না খাওয়ার সিদ্ধান্ত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে নেওয়া হয়েছে এবং ভারতের বাইরে বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা আইসিসির কাছে পুনরায় অনুরোধ করা হয়েছে।

আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এবং বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হচ্ছে। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে, যা বোর্ডের খেলোয়াড় নিরাপত্তা ও লজিস্টিক বিষয়ক উদ্বেগের ওপর জোর প্রকাশ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিদ্ধান্ত পুনর্বিবেচনার আইসিসির অনুরোধের মুখে অনড় বিসিবি

সর্বশেষ আপডেট ০৪:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে ম্যাচ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় রইল, যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী)বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

বিসিবি পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠকে বিসিবি আবারও বলেছে, ভারতের মাটিতে ম্যাচ না খাওয়ার সিদ্ধান্ত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে নেওয়া হয়েছে এবং ভারতের বাইরে বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা আইসিসির কাছে পুনরায় অনুরোধ করা হয়েছে।

আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এবং বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হচ্ছে। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে, যা বোর্ডের খেলোয়াড় নিরাপত্তা ও লজিস্টিক বিষয়ক উদ্বেগের ওপর জোর প্রকাশ করছে।