আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
- সর্বশেষ আপডেট ০৯:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / 87
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে। রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার বিক্রমাসিংহে কারাগারে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার কলোম্বো ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় বিক্রমাসিংহেকে। রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গতকাল শুক্রবার সাবেক এই প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়। এরপর আগামী ২৬ আগস্ট পর্যন্ত তাঁর রিমান্ড মঞ্জুর করেন কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালত। রাজধানীর প্রধান ম্যাগাজিন রিমান্ড কারাগারে নেওয়া হয় তাঁকে। তবে উচ্চ রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ায় বিক্রমাসিংহেকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করে কলম্বোর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্ট থাকাকালে তিনি রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করেছেন। সরকারি অর্থের ১ কোটি ৬৬ লাখ শ্রীলঙ্কান রুপি অপচয়ের অভিযোগ আনা হয়েছে বিক্রমাসিংহের বিরুদ্ধে।
২০২২ সালে শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের পর গোতাবায়া রাজাপক্ষে ও তাঁর স্ত্রী নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেলে বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন। পরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। এরপর অনুরা কুমারা দিসানায়েক দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন।































